
ভারতীয় দলের অন্যতম স্পিনার তথা বর্তমানে কলকাতা নাইট রাইডার্সের নির্ভরযোগ্য স্পিনার কুলদীপ যাদব নেট প্রাক্টিসে চোট পেয়ে পুরো টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন। চোটের গম্ভীরতা এখনো জানা যায়নি। তবে সূত্রের খবর, চলতি মৌসুমে আর খেলতে পারবেন না কুলদীপ যাদব। যদিও এখনো একটি ম্যাচেও খেলার সুযোগ হয়নি তার। বিগত কয়েক বছর ধরে ভারতীয় এই বোলারের পারফরম্যান্স তলানিতে ঠেকেছে। জাতীয় দলের পাশাপাশি ভারতীয় প্রিমিয়ার লিগেও সাফল্য খুঁজে পাচ্ছেন না কুলদীপ যাদব। মহেন্দ্র সিং ধোনির অবসরের পর যেন কূলকিনারা খুঁজে পাচ্ছেন না তিনি।
সূত্রের খবর, আজ নেট প্র্যাকটিস করার সময় তিনি গুরুতরভাবে চোট পেয়েছেন। কুলদীপ যাদব বিগত দুই মৌসুম ধরে কলকাতা নাইট রাইডার্সের জন্য তেমন কোনো যোগ দিতে পারেননি। তিনি ২০১৯ সালে নয়টি ম্যাচ খেলে মাত্র চারটি উইকেট দখল করেছিলেন। এছাড়া ২০২০ সালে কুলদীপ যাদব মাত্র পাঁচটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন। যেখানে তিনি একটি উইকেট সংগ্রহ করতে সক্ষম হয়েছিলেন। তারপর আর দলের জন্য নিয়মিত খেলার সুযোগ পাননি কুলদীপ যাদব।
এ বিষয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, বিদেশি অধিনায়কের অধীনে খেলা খুবই কষ্টদায়ক। অনেক সময় তার নির্দেশ বোঝা অনেক কঠিন হয়ে পড়ে। তাছাড়া তারা আমাদের মত ক্রিকেটারদের উপর ভরসা দেখাতে অনেকটা দ্বিধাবোধ করেন। তাকে আরো প্রশ্ন করা হয় যদি রোহিত শর্মার অধীনে খেলতে দেওয়া হয় তবে তিনি কীভাবে নেবেন? জবাবে কুলদীপ যাদব বলেন, নিঃসন্দেহে এটি আমার জন্য অনেকটা সহজতর হবে। রোহিত ভাইকে আমি আমার পরিকল্পনা এবং রোহিত ভাই আমাকে তার পরিকল্পনা বর্ণনা করতে অনেকটা সহজ হবে। তাছাড়া তিনি আমাকে বহুদিন ধরে খেলতে দেখেছেন। তাই আমার কোনটা আমার জন্য সবচেয়ে ভালো হতে পারে সেটা অবশ্যই রোহিত ভাই অনেক বেশি অনুধাবন করতে পারবেন।
