
চলতি বছর ভারতীয় প্রিমিয়ার লিগে লজ্জাজনকভাবে চলার সমাপ্তি করতে হয়েছে সানরাইজ হায়দ্রাবাদকে। পয়েন্টস টেবিলের একদম নিচে ছিল সানরাইজ হায়দ্রাবাদ। তাই আসন্ন ২০২২ আইপিএলে নিখুঁতভাবে দল সাজাতে হতে চলেছে সানরাইজ হায়দ্রাবাদ। ইতিমধ্যে সেই উপলক্ষে প্রাথমিক কার্যকলাপ শুরু করে দিয়েছে হায়দ্রাবাদ শিবির। অধিনায়ক হিসেবে কেন উইলিয়ামসনকে রিটেন করেছে তারা। এছাড়া তরুণ ক্রিকেটার আবদুল সামাদ এবং উমরান মালিককে ধরে রেখেছে সানরাইজ হায়দ্রাবাদ। তারকা ক্রিকেটার ডেভিড ওয়ার্নার এবং রশিদ খানকে ছেড়ে দিয়েছে তারা।
প্লেয়ার কেনার আগে কোচিং স্টাফ গোছাতে ব্যস্ত হয়ে পড়েছে সানরাইজ হায়দ্রাবাদ। কোচিং স্টাফে কোনরকম কমতে রাখতে রাজি নয় হায়দ্রাবাদ শিবির। তাইতো আসন্ন দিনে সানরাইজ হায়দ্রাবাদের ব্যাটিং কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন ব্রায়ান লারা। পেস বোলিং বিভাগ সামলাবেন দক্ষিণ আফ্রিকার স্প্রিড স্টার ডেল স্টেইন। তাছাড়া স্পিন বোলিং বিভাগ সামলাবেন শ্রীলঙ্কান ক্রিকেটার মুরালিধরণ। অর্থাৎ ব্যাট এবং বোলিং-এ কোচিং করানোর জন্য কোন অংশে ঘাটতি রাখতে প্রস্তুত নয় সানরাইজ হায়দ্রাবাদ। তাছাড়া ক্রিকেটার খুঁজে বের করার দায়িত্ব দেওয়া হয়েছে ভারতের প্রাক্তন ক্রিকেটার হেমাঙ্গ বাদানিকে। পাশাপাশি ফিল্ডিং কোচও বাদানি।
বিগত বছর সানরাইজ হায়দ্রাবাদের জন্য মোটেও ভালো কিছু ঘটেনি। ২০১৬ সালে ডেভিড ওয়ার্নারের নেতৃত্বে একবার শিরোপা অর্জন করতে সক্ষম হয়েছিল হায়দ্রাবাদ। তারপর চারবার প্লে-অফে পৌঁছালেও কাঙ্খিত লক্ষ্য অর্জন করতে পারেনি। ২০১৮ সালে রানার্সআপ হয় সন্তুষ্ট থাকতে হয় তাদের। ইতিমধ্যে সানরাইজ হায়দ্রাবাদ দলের কোচ হিসেবে থাকছেন টম মুডি। তাঁর সহকারী হিসেবে কাজ করবেন সাইমন কাটিচ। আগামী বছর ফেব্রুয়ারির ৭ ও ৮ তারিখ বেঙ্গালুরুতে হতে চলেছে আইপিএল-এর মেগা নিলাম। তাই প্রত্যেকটি ফ্র্যাঞ্চাইজির মত ক্রিকেটপ্রেমীদের চোখ এখন মেগা অকশনের দিকে। শ্রেষ্ঠ প্লেয়ার দলে নেওয়ার জন্য মরণাপন্ন লড়াইকরবে ফ্র্যাঞ্চাইজিগুলো। নতুন বছরে নতুনভাবে দল গঠন আইপিএলে এক আলাদা মাত্রা যুক্ত করবে বলে মনে করছেন ক্রিকেটপ্রেমীরা।
