
আজ, বুধবার, মুম্বইয়ের ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। একদিকে ব্যাঙ্গালোরের কাছে ব্যাটিং পাওয়ার তো অন্যদিকে কলকাতার কাছে বোলিং পাওয়ার। দুইয়ে মিলে আজকের ম্যাচ জমজমাট হবে সে ইঙ্গিত অনেক আগেই দিয়েছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। কলকাতার অধিনায়ক শ্রেয়াস আইয়ার নিজেদের বোলিং নিয়ে রয়েছেন চিন্তা মুক্ত। কিন্তু অন্যদিকে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ব্যাঙ্গালোরের বোলিং ব্যর্থতা ফাফ ডু প্লেসিসের কাছে চিন্তার প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে ব্যাটিং নিয়ে নিশ্চিন্ত রয়েছেন কলকাতার অধিনায়ক শ্রেয়াস আইয়ার।
গত ম্যাচে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের সদ্য প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলিকে সাবলীল ছন্দে ব্যাটিং করতে দেখা গেছে। যদিও মিডল অর্ডারে এসে স্পিনারদের মুখোমুখি হতে হয়নি তাকে। খেলেছিলেন পেস বল। তবে আজ মিডল অর্ডারে দুই ধ্বংসাত্মক স্পিনারদের মুখোমুখি হতে হবে তাকে। এক প্রান্ত থেকে সুনীল নারাইন তো অন্য প্রান্তে বরুণ চক্রবর্তী, দুই প্রান্ত থেকেই বিরাটকে নিষ্ক্রিয় করার চেষ্টা করবে কলকাতার এই বিধ্বংসী স্পিনারদ্বয়। চেন্নাইয়ের বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচে সুনীল নারাইন এবং বরণ চক্রবর্তী নিজেদের ছাপ ছেড়েছিলেন। মিডল ওভারে দুজনে মিলে দিয়েছিলেন মাত্র ৩৮ রান।
আজকের ম্যাচে ব্যাঙ্গালোরের সামনে চ্যালেঞ্জটা অনেক বেশী শক্ত হবে বলে মনে করছেন ভারতের প্রাক্তন প্রধান কোচ রবি শাস্ত্রী। তিনি মনে করেন, যদি মিডল ওভারে বিরাট কোহলির স্পিনারদের ভালো খেলেন তবে নাইটদের বিরুদ্ধে বড় লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবে ব্যাঙ্গালোর। তাই আগেভাগেই বিরাটকে কলকাতা নাইট রাইডার্সের দুই স্পিনারের বিরুদ্ধে সুইপ শট খেলার পরামর্শ দিলেন শাস্ত্রী। বল স্পিন হওয়ার আগেই খেলতে হবে স্পিনারদের, এমনটাই মনে করছেন রবি শাস্ত্রী।
