
IPL ২০২২-এর সবচেয়ে দীর্ঘ ছক্কাটি এসেছে পাঞ্জাব কিংসের ব্যাটসম্যান লিভিংস্টোনে ব্যাট থেকে। আকাশচুম্বী সেই ছক্কা অতিক্রম করেছিল ১০৮ মিটার দীর্ঘ পথ। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে সেই ম্যাচে মাত্র ৩২ বলে ৬০ রানের ঝড়ো ইনিংস খেলেছিলেন লিভিংস্টোন। ইনিংসের পঞ্চম ওভারে চেন্নাই সুপার কিংসের মুকেশ চৌধুরীর প্রথম বলেই মিড-উইকেটের দিকে ১০৮ মিটার লম্বা ছক্কা হাঁকিয়েছিলেন লিভিংস্টোন। যেটি এখন পর্যন্ত এই মরশুমের দীর্ঘতম ছক্কা। লিভিংস্টোন এখানেই থেমে থাকেননি। মুকেশ চৌধুরীর সেই ওভারে তিনি তিনটি ছক্কা ও দুটি চারের সাহায্যে মোট ২৬ রান করেছিলেন।
এবার নিজের রেকর্ড নিজেই ভাঙতে উঠে-পড়ে লেগেছেন লিভিংস্টোন। আজ হায়দ্রাবাদের বিরুদ্ধে খেলতে নেমে সেই প্রচেষ্টা করলেন তিনি। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হাঁকালেন ১০৬ মিটার লম্বা ছক্কা। বড় বড় ছক্কা ছাড়া যেন হাঁকাতেই পারেন না পঞ্জাব কিংসের লিয়াম লিভিংস্টোন। বল যেন তার ব্যাটে লাগলেই পাড়ি দিচ্ছে শত মিটার পথ। চেন্নাইয়ের পর এবার হায়দরাবাদের বিরুদ্ধে তাঁর ছক্কা দেখে দিলখুশ ক্রিকেটপ্রেমীদের। এই ছয়টি এ বার আইপিএলে তৃতীয় লম্বা ছক্কা। ১১২ মিটার লম্বা ছক্কা হাঁকিয়ে এই তালিকায় একে রয়েছেন ডেওয়াল্ড ব্রেভিস।
— James Tyler (@JamesTyler_99) April 17, 2022
১১.৩ ওভারে উমরান মালিকের বলে ১০৬ মিটার লম্বা ছক্কা হাঁকান লিভিংস্টোন। সেটা হাঁ করে দেখা ছাড়া হায়দরাবাদ টিমের আর কিছু করার ছিল না। এমনকি হায়দরাবাদের অধিনায়ক উইলিয়ামসন তো অবাক দৃষ্টিতে সেই ছক্কা দেখছিলেন। উমরান মালিকের ওই ওভারে আরো একটি চার মারেন লিভিংস্টোন। যদিও লিভিংস্টোনের লম্বা ছক্কা হায়দ্রাবাদের সামনে বাঁচাতে পারেনি পাঞ্জাব কিংসকে। উমরান মালিকের বিধ্বংসী বোলিংয়ে শেষ ওভারে দিশেহারা হয়ে পড়ে পাঞ্জাব কিংস। শেষ পর্যন্ত ১৫১ রানে গুটিয়ে যায় পাঞ্জাব কিংস। ম্যাচটিতে ৭ উইকেটে জয় নিশ্চিত করে হায়দ্রাবাদ!
