Connect with us

Cricket News

IPL 2022: ১১৭ মিটারের লম্বা ছক্কা হাঁকালেন লিভিংস্টোন! রইল ভিডিও

Advertisement

চলতি আইপিএলের সবচেয়ে লম্বা ছক্কা হাঁকালেন পাঞ্জাব কিংসের বিধ্বংসী ব্যাটসম্যান লিভিংস্টোন। ১১৭ মিটারের লম্বা ছক্কাটি মারেন মোহাম্মদ সামির ব্যক্তিগত চতুর্থ ওভারের প্রথম বলে। যে ছক্কাটি চলতি আইপিএলের সবচেয়ে দৃষ্টিনন্দন শর্ট বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। ১৬.১ ওভারে সামিকে ১১৭ মিটারের বিশাল ছক্কা হাঁকান লিভিংস্টোন। সেই ওভারের দ্বিতীয় ও তৃীতয় বলে আরও দু’টি ছক্কা হাঁকান তিনি। চতুর্থ বলে চার মারে লিয়াম। পঞ্চম বলে ২ রান নেওয়ার পরে শেষ বলে চার মেরে পঞ্জাবকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন ব্রিটিশ তারকা।

ইনিংসের সবচেয়ে নজরকাড়া ওভারটি ছিল লিভিংস্টোনের সামনে মোহাম্মদ সামির ব্যক্তিগত চতুর্থ ওভার। যখন শেষ পাঁচ ওভারে পাঞ্জাবের সামনের লক্ষ্যমাত্রা ২৭ রান তখন যেন ধৈর্য্য হারা হয়ে পড়েন লিভিংস্টোন। প্রতিজ্ঞা করেন অপেক্ষা না করে এক ওভারে রান তুলবেন তিনি। যেমন কথা ঠিক তেমনি কাজ। ১৬ তম ওভারের প্রথম বলেন ১১৭ মিটারের আকাশচুম্বী ছক্কা মারেন তিনি। ইনিংসের ১৬তম ওভারে সামির ৬টি বলে লিভিংস্টোন সংগ্রহ করেন যথাক্রমে ৬, ৬, ৬, ৪, ২ ও ৪ রান। সুতরাং এক ওভারে ২৮ রান তোলেন লিয়াম। ২৪ বল বাকি থাকতে ৮ উইকেট হাতে রেখে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় পাঞ্জাব কিংস।


চলতি আইপিএলে লিভিংস্টোনের এটি প্রথম দীর্ঘতম ছক্কা নয়। প্রথমে ১০৭ মিটারের দীর্ঘতম ছক্কা মেরেছিলেন লিভিংস্টোন। তার পরের ম্যাচেই ১০৫ মিটারের দীর্ঘতম ছক্কা মারেন তিনি। এবার সেই সব রেকর্ড পেছনে ফেলে ১১৭ মিটারের দীর্ঘতম ছক্কা আসলো তার ব্যাট থেকেই। গতকাল গুজরাটের বিরুদ্ধে ব্যাটিং করতে নেমে মাত্র ১০ বলে অপরাজিত ৩০ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। গতকাল গুজরাটকে হারিয়ে প্লে-অফে যাওয়ার লড়াইয়ে আবার প্রত্যাবর্তন করল পাঞ্জাব কিংস।

Advertisement

#Trending

More in Cricket News