
ঈদের দিনে যেন মোহাম্মদ সামিকে নিয়ে ছেলেখেলা করলেন লিভিংস্টোন। এক ওভারে ২৮ রান করলেন মোহাম্মদ সামির বলে। শুধু এখানেই সমাপ্তি নয়, আইপিএলের সবচেয়ে দীর্ঘতম ছক্কাটিও মোহাম্মদ সামির বলে মারেন লিভিংস্টোন। ১৬.১ ওভারে সামিকে ১১৭ মিটারের বিশাল ছক্কা হাঁকান লিভিংস্টোন। সেই ওভারের দ্বিতীয় ও তৃীতয় বলে আরও দু’টি ছক্কা হাঁকান তিনি। চতুর্থ বলে চার মারে লিয়াম। পঞ্চম বলে ২ রান নেওয়ার পরে শেষ বলে চার মেরে পঞ্জাবকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন ব্রিটিশ তারকা।
গতকাল পাঞ্জাবের বিরুদ্ধে খেলতে নেমে প্রথমে ব্যাটিং করতে নেমে গুজরাট টাইটান্স। তবে ধারাবাহিক ভাবে উইকেটের পতনের ফলে পাঞ্জাবের সামনে লম্বা লক্ষ্যমাত্রা স্থির করতে পারেনি গুজরাট টাইটান্স। নির্ধারিত ২০ ওভার ব্যাটিং করে তারা ৮ উইকেটের বিনিময়ে ১৪৩ রান সংগ্রহ করে। ১৪৪ রানের সহজ লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে পঞ্জাব কিংস ১৬ ওভারে ২ উইকেটের বিনিময়ে ১৪৫ রান তুলে ম্যাচ জিতে যায়।
তবে ইনিংসের সবচেয়ে নজরকাড়া ওভারটি ছিল লিভিংস্টোনের সামনে মোহাম্মদ সামির ব্যক্তিগত চতুর্থ ওভার। যখন শেষ পাঁচ ওভারে পাঞ্জাবের সামনের লক্ষ্যমাত্রা ২৭ রান তখন যেন ধৈর্য্য হারা হয়ে পড়েন লিভিংস্টোন। প্রতিজ্ঞা করেন অপেক্ষা না করে এক ওভারে রান তুলবেন তিনি। যেমন কথা ঠিক তেমনি কাজ। ১৬ তম ওভারের প্রথম বলেন ১১৭ মিটারের আকাশচুম্বী ছক্কা মারেন তিনি। ইনিংসের ১৬তম ওভারে সামির ৬টি বলে লিভিংস্টোন সংগ্রহ করেন যথাক্রমে ৬, ৬, ৬, ৪, ২ ও ৪ রান। সুতরাং এক ওভারে ২৮ রান তোলেন লিয়াম। ২৪ বল বাকি থাকতে ৮ উইকেট হাতে রেখে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় পাঞ্জাব কিংস।
