Connect with us

Cricket News

IPL 2022: ৭-০, আইপিএলে লজ্জার রেকর্ড মুম্বাই ইন্ডিয়ান্সের!!

Advertisement

অধিনায়ক হিসেবে রোহিত শর্মার সফলতা কারো অজানা নয়। আইপিএলের ইতিহাসে সর্বাধিক শিরোপা জয়ের কৃতিত্ব রয়েছে তার নামে। তবে সমস্ত কৃতিত্ব এক নিমিষেই ধুলিস্যাৎ হয়েছে চলতি আইপিএলে। একের পর এক ম্যাচে লজ্জার ইতিহাস লিখে চলেছে মুম্বাই ইন্ডিয়ান্স। আইপিএলের ইতিহাসে টানা ৭ ম্যাচে পরাজিত হওয়ার রেকর্ড ইতিপূর্বে কোন ফ্র্যাঞ্চাইজির নেই। অর্থাৎ মুম্বাই ইন্ডিয়ান্স একমাত্র দল যারা আইপিএল এর শুরু থেকে টানা ৭ ম্যাচে পরাজিত হওয়ার লজ্জাজনক রেকর্ড গড়েছে।

আপনাদের জানিয়ে রাখি, গতকাল চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে মাঠে নেমেছিল মুম্বাই ইন্ডিয়ান্স। পরাজয়ের ধারা ছিন্ন করতে বদ্ধপরিকর ছিলেন রোহিত শর্মা। তবে চেন্নাই সুপার কিংসের সামনে সমস্ত পরিকল্পনা নিমিষেই ধুলিস্যাৎ হল মুম্বাইয়ের। টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে গোল্ডেন ডাক পান মুম্বাই ইন্ডিয়ান্সের ওপেনিং জুটি। প্রথম বলে সাজঘরে ফেরেন ওপেনার ঈশান কিশান। ব্যক্তিগত দুটি বল খেলে রানের খাতা না খুলে সাজঘরে ফেরেন অধিনায়ক রোহিত শর্মাও। ইনিংসের এমন একটা সময় আসে যখন মনে হচ্ছিল শতরান পার করাও কষ্টসাধ্য কাজ হবে মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য।

তবে তিলক যাদবের অপরাজিত ৫১ রানের ইনিংস সম্মানজনক স্কোরে পৌঁছে দেয় মুম্বাই ইন্ডিয়ান্সকে। নির্ধারিত ওভার ব্যাটিং শেষে ৭ উইকেট হারিয়ে ১৫৫ রান সংগ্রহ করে মুম্বাই ইন্ডিয়ান্স। ১৫৬ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে প্রথম বলে “গোল্ডেন ডাক” পান চেন্নাই সুপার কিংসের ওপেনার ঋতুরাজ গায়কোয়াড়। তবে আম্বাতি রাইডুর ৪০ রানের ইনিংস এবং রবিন উথাপ্পার ৩০ রানের ইনিংস খেলায় প্রত্যাবর্তন করে চেন্নাই সুপার কিংসকে। শেষে মহেন্দ্র সিং ধোনির ১৩ বলে অপরাজিত ২৮ রানের ইনিংসে ৩ উইকেট হাতে রেখে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় চেন্নাই সুপার কিংস।

Advertisement

#Trending

More in Cricket News