
গতকাল আইপিএলের উত্তেজনাপূর্ণ ম্যাচে চেন্নাই সুপার কিংসকে ৬ উইকেটে পরাস্ত করেছে এবারের আইপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি লখনউ সুপার জায়েন্টস। টসে জিতে প্রথমে ব্যাটিং করে আইপিএলের অন্যতম সফল দল চেন্নাই সুপার কিংস ২১১ রানের বিশাল লক্ষ্যমাত্রা ছুঁড়ে দেয় লখনউ সুপার জায়েন্টসের সামনে। লখনউ-এর ইনিংসের ১৮তম ওভার পর্যন্ত ম্যাচে পুরোপুরিভাবে নিয়ন্ত্রন ছিল চেন্নাই সুপার কিংসের। তবে শিভম দুবের এক ওভারে পুরো ম্যাচের চেহারা পরিবর্তন করে দিল লখনউ সুপার জায়েন্টস।
গতকাল চেন্নাইয়ের দেওয়া ২১১ রানের বিশাল লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ওপেনিং জুটিতে কে এল রাহুল এবং কুইন্টন ডি কক বিধ্বংসী মেজাজে ব্যাটিং করেন। কে এল রাহুল ব্যক্তিগত ৪০ এবং কুইন্টন ডি কক ব্যক্তিগত ৬১ রানের ঝড়ো ইনিংস খেলে সাজঘরে ফেরেন। দলের হয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন ক্যারিবিয়ান ক্রিকেটার ইভেন লুইস। মাত্র ২৩ বলে ৫৫ রানের ধ্বংসাত্মক ইনিংসের উপর ভর করে ৬ উইকেটে ম্যাচ জিতে নেয় লখনউ সুপার জায়েন্টস।
তবে লখনউ সুপার জায়েন্টসের ব্যাটিংয়ের সময় ১৮ তম ওভার পর্যন্ত ম্যাচে পুরোপুরি নিয়ন্ত্রন ছিল রবীন্দ্র জাদেজার দল চেন্নাইয়ের। চেন্নাইয়ের কাছে বোলিং বিকল্প না থাকায় গুরুত্বপূর্ণ ১৯তম ওভারে রবীন্দ্র জাদেজা বল তুলে দেন অলরাউন্ডার শিভাম দুবের হাতে। ক্রিজে তখন ইভেন লুইস অগ্নি মেজাজে দাঁড়িয়ে। শিভাম দুবের অনিয়ন্ত্রিত বলে দুটি ছয় এবং দুটি চারের মাধ্যমে ২৫ রান তুলে নেয় লখনউ সুপার জায়েন্টস। ফলশ্রুতিতে শেষ ওভারে জয়ের জন্য তাদের সামনে লক্ষ্যমাত্রা এসে দাঁড়ায় মাত্র ৯ রানে। ফলশ্রুতিতে ক্রিকেটপ্রেমীরা মনে করছেন চেন্নাই সুপার কিংস শুধুমাত্র শিভাম দুবের ওভারে পরাজিত হয়েছে।
