
আমেদাবাদের পর এবার নতুন ফ্র্যাঞ্চাইজি লখনউ তাদের অধিনায়কসহ ৩ জন ক্রিকেটারের নামের তালিকা প্রকাশ করল। ইতিমধ্যে আমেদাবাদ তাদের পছন্দের তিন ক্রিকেটারকে বেছে নিয়েছে। অধিনায়ক হিসেবে দলের দায়িত্ব নিতে চলেছেন ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। সাথে আফগান তারকা স্পিনার রশিদ খানকে দলে যুক্ত করেছে আমেদাবাদ। এছাড়া এক সময় যে তারকা ক্রিকেটারকে কলকাতা নাইট রাইডার্সের ভবিষ্যতের অধিনায়ক ভাবা হতো সেই ওপেনিং ব্যাটসম্যান শুভমান গিলকে দলে নিয়েছে আমেদাবাদ।
এদিকে আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি ফ্র্যাঞ্চাইজি লখনউ মেগা অকশনের আগে তাদের দলে তিন জন ক্রিকেটারের নাম ঘোষণা করেছে। প্রত্যাশামতো কে এল রাহুল আসন্ন ২০২২ আইপিএলে লখনউ-এর নেতৃত্ব দেবেন। তবে বাকি দুই ক্রিকেটার নির্বাচনের ক্ষেত্রে দূরদর্শিতার পরিচয় দিয়েছে লখনউ শিবির। দলে যুক্ত হয়েছেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার স্টোইনিসকে ও ভারতীয় স্পিনার রবি বিষ্ণোইকে।
২০১৮ সাল থেকে আইপিএলের অন্যতম ধারাবাহিক ক্রিকেটার কে এল রাহুল। শেষ তিন মরসুমেই পঞ্জাব কিংসের হয়ে রান করেছেন তিনি। গত দুই মরসুম দলের অধিনায়কও ছিলেন তিনি। তাই অধিনায়ক হিসেবেই তাঁকে লখনউ নিয়েছে বলে মনে করা হচ্ছে। অন্য দিকে বিষ্ণোইকেও পঞ্জাব থেকে কেনা হয়েছে। স্টোইনিস দিল্লি ক্যাপিটালস থেকে লখনউ যাচ্ছেন।
সূত্রের খবর, নতুন ফ্র্যাঞ্চাইজি লখনউ তাদের অধিনায়ক কে এল রাহুলকে ১৫ কোটি টাকা মূল্যে দলে অন্তর্ভুক্ত হয়েছেন। অস্ট্রেলিয়ান অলরাউন্ডার স্টোইনিসকে ১১ কোটি টাকা এবং রবি বিষ্ণোইকে ৪ কোটি টাকা মূল্যে দলে নিয়েছে লখনউ। মেগা নিলামে ৬০ কোটি টাকা নিয়ে মেগা অকশনে দল গঠনে লড়াই করবে।
