
ভারতীয় প্রিমিয়ার লিগের ১৫ তম আসরে ভারতীয় ক্রিকেট বোর্ড আরও দুটি নতুন ফ্র্যাঞ্চাইজি যুক্ত করতে চলেছে। যার ফলশ্রুতিতে পুরনো ফ্র্যাঞ্চাইজিগুলো ভেঙে নবরূপে সজ্জিত করা হচ্ছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের নিয়ম অনুযায়ী পুরনো ফ্র্যাঞ্চাইজিগুলো চাই সর্বোচ্চ চার জন ক্রিকেটারকে রিটেনশন করতে পারবে। যার মেয়াদ ইতিমধ্যে উত্তীর্ণ হয়েছে। ৮টি ফ্র্যাঞ্চাইজি মোট ২৭ জন ক্রিকেটারকে রিটেন করেছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের নিয়ম অনুযায়ী, নতুন দুটি ফ্র্যাঞ্চাইজি চাইলে মেগা নিলামের আগে সর্বোচ্চ তিন জন ক্রিকেটারের সাথে চুক্তিবদ্ধ হতে পারে।
ভারতীয় প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া এবারের আইপিএলের যুক্ত হওয়া নতুন ফ্র্যাঞ্চাইজি লখনউকে নিয়ে ইতিমধ্যে ভবিষ্যৎবাণী করে ফেললেন। তিনি এমন তিনজন ক্রিকেটার কে বেছে নিয়েছেন যাদের নিয়ে দল গঠন করতে পারে লখনউ। আকাশ চোপড়া টুইট মাধ্যমে জানান, লখনউ-এর নেতৃত্ব দিতে দেখা যেতে পারে কে এল রাহুলকে। বহুদিন ধরে লখনউ-এর সাথে কে এল রাহুলের চুক্তিবদ্ধ হওয়ার হাওয়া ভেসে আসছে। তাছাড়া আফগান তারকা স্পিনার রশিদ খান থাকবেন ওই দলে। তরুণ ক্রিকেটার ইশান কিশান কিংবা হার্দিক পান্ডিয়াকে তৃতীয় ক্রিকেটার হিসেবে দলে অন্তর্ভুক্ত করতে পারে লখনউ।
এদিকে গত শুক্রবার অ্যান্ডি ফ্লাওয়ারকে হেড কোচ হিসেবে নিয়োগ করেছিল আইপিএল-এর এই নতুন ফ্র্যাঞ্চাইজি। গতকাল দলের প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োজিত করা হয়েছে গৌতম গম্ভীরকে। প্রথমবারের মতো নব ভূমিকায় দেখা যাবে ভারতের বিশ্বকাপজয়ী নায়ককে। ২০১১ ওডিআই বিশ্বকাপ জয়ী দলের সদস্য গৌতম গম্ভীরকে প্রধান উপদেষ্টা হিসেবে যুক্ত করেছে ডক্টর সঞ্জীব গোয়েঙ্কার লখনউ। নতুন পথে যুক্ত হয়ে তিনি ইতিমধ্যে ধন্যবাদ বার্তা পাঠিয়েছেন লখনউ ফ্র্যাঞ্চাইজির কর্ণধর ডক্টর সঞ্জীব গোয়েঙ্কাকে। দীর্ঘদিন পর ড্রেসিং রুমে ফের আরও একবার দেখা যেতে চলেছে গৌতম গম্ভীরকে।
Lucknow franchise is making all the right moves…Flower as a coach. Gambhir as a mentor. Now, waiting for the draft picks. These three will make their season—
1. Rahul
2. Rashid
3. Ishan/Hardik #IPL2022— Aakash Chopra (@cricketaakash) December 18, 2021
