
আগামী ১২ এবং ১৩ই ফেব্রুয়ারি ব্যাঙ্গালুরুতে আইপিএল ২০২২-এর মেগা নিলামের আয়োজন করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এবার আইপিএলের মেগা নিলামে নাম উঠতে চলেছে মোট ১২১৪ জন ক্রিকেটারের। বর্তমানে সব ফ্র্যাঞ্চাইজি চুল ছেড়া বিশ্লেষণ করতে ব্যস্ত। কোন ক্রিকেটারকে নিয়ে দল সাজাবে সেটাই এখন প্রত্যেকটি ফ্র্যাঞ্চাইজির প্রধান লক্ষ্য। একাধিক তারকা ক্রিকেটারকে তাদের পুরনো শিবির রিলিজ করতে বাধ্য হয়েছে। ফলে নতুনভাবে তারকাসমৃদ্ধ দল গঠন করার সুযোগ রয়েছে প্রত্যেকটি ফ্র্যাঞ্চাইজির জন্য।
আইপিএলে অন্যতম সফল দল চেন্নাই সুপার কিংস ৪ জন ক্রিকেটারকে রিটেন করেছে। রবীন্দ্র জাদেজা (১৬), মহেন্দ্র সিং ধোনি (১২), ঋতুরাজ গায়কোয়াড় এবং একমাত্র বিদেশি ক্রিকেটার হিসেবে মঈন আলিকে রিটেনশন করেছে চেন্নাই সুপার কিংস। চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ইতিপূর্বে প্রত্যেকবারই অকশনের পূর্বে নিজের শিবিরে যোগদান করেন। তার পরামর্শে গঠিত হয় চেন্নাই সুপার কিংসের চিরপরিচিত টিম। মেগা অকশনের দিন দশেক আগে চেন্নাই শিবিরের মহেন্দ্র সিং ধোনির যোগদান সেই দিকে ইংগিত করছে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
৫৮ কোটি টাকা নিয়ে মেগা নিলামে নামবে চেন্নাই। এই বছরের আইপিএল-এ চেন্নাই দলে যে ধোনি থাকবেন তা আগেই নিশ্চিত করেছিলেন তিনি। তবে এটাই তাঁর শেষ আইপিএল কি না সেই নিয়ে আলোচনা চলছে। ধোনির মতে এ বারের আইপিএল-এ চেন্নাই এমন ক্রিকেটারদের নিয়ে দল গড়তে চাইবে যাঁরা ৫ থেকে ১০ বছর খেলতে পারবেন। ইতিমধ্যে অভিজ্ঞতার ভান্ডার দলের কাছে চেন্নাই সুপার কিংস। তাই আসন্ন মেগা নিলামে জুনিয়ার ক্রিকেটারদের প্রতি বেশি ঝুঁকবে চেন্নাই সুপার কিংস এটা নিশ্চিত।
The 💛 goes 😁, every single time! #ThalaDharisanam #WhistlePodu 🦁 pic.twitter.com/IihZJsuDVQ
— Chennai Super Kings – Mask P😷du Whistle P🥳du! (@ChennaiIPL) January 27, 2022
