
ক্রিকেটে ভাগ্য একটি বড় ব্যাপার হয়ে দাঁড়ায় যে কোন ব্যাটসম্যান কিংবা বোলারের জন্য। আর চলতি আইপিএলে বিরাট কোহলির পাশাপাশি ভাগ্য সঙ্গ দিচ্ছে না কলকাতা নাইট রাইডার্সের ওপেনিং ব্যাটসম্যান অজিঙ্কা রাহানের। চলতি আইপিএলে বেসিক মূল্য দিয়ে অজিঙ্কা রাহানেকে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। ওপেনিং ব্যাটসম্যান হিসেবে যথাযথভাবে তাকে ব্যবহার করাই ছিল কলকাতা নাইট রাইডার্সের মূল লক্ষ্য। তবে কলকাতার আশায় পুরোপুরি জল ঢেলে দিয়েছেন ভারতীয় ওপেনার রাহানে।
আইপিএলের প্রথম ম্যাচে চেন্নাইয়ের বিরুদ্ধে ব্যাট হাতে ডাহা ব্যর্থ হন রাহানে। এরপর আর অবশ্য প্রথম একাদশে দীর্ঘদিন জায়গা হয়নি তার। অবশেষে গতকাল মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে প্রথম একাদশে জায়গা পান অজিঙ্কা রাহানে। তবে সেই সুযোগের সৎ ব্যবহার করতে পারেননি তিনি। ২৪ বল মোকাবেলা করে মাত্র ২৫ রানে সাজঘরে ফেরেন তিনি। অথচ এরই মধ্যে নিজেকে কঠিন অনুশীলনের মধ্য দিয়ে রেখেছিলেন রাহানে। নিজের ব্যাটিং টেকনিকে বেশ কিছু পরিবর্তন এনেছিলেন তিনি। প্রাথমিক এবং চূড়ান্ত ব্যাকলিফট আগের থেকে অনেকটা বেশি উঁচু হয়েছে। এবার ক্রিজে ব্যাটও ঠোকা বন্ধ করেছিলেন তিনি।
তবে বরাবরের মতোই ভাগ্য সঙ্গ দিলো না তার। এমনিতেই চলতি আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের অবস্থা শোচনীয়। অধিনায়ক হিসেবে পুরোপুরি ব্যর্থ হয়েছেন শ্রেয়াস আইয়ার। তাছাড়া মেগা নিলামের পূর্বে রিটেন করা চারজন ক্রিকেটারই পুরোপুরি ব্যর্থতার পরিচয় দিয়েছেন আইপিএলে। গতকাল দলের প্রয়োজনে খেলতে নেমে একাধিক ডট বল খেলেন রাহানে। ফলশ্রুতিতে চাপের মধ্যে পড়ে নিজের স্বভাবের বিপরীতে হেঁটে রিভার্স সুইপ মারতে যান রাহানে। কিন্তু বল পুরোপুরি মিস করে বোল্ড হয়ে যান তিনি। এরপর অবশ্য সোশ্যাল মিডিয়ায় সমালোচিত হয়েছেন রাহানে।
