Connect with us

Cricket News

IPL 2022: মাঠের মধ্যেই কেঁদে ফেললেন ওডিন স্মিথ, ম্যাচের “ভিলেন”কে সান্তনা দিলেন মায়ানক আগারওয়াল!

Advertisement

চলতি আইপিএলের সবচেয়ে রোমাঞ্চকর ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গতকাল। ক্রিকেটের রোমান্স ছুঁয়ে গেছে প্রত্যেকটি ক্রিকেটপ্রেমীর মনে। ১৯০ রানের বিশাল লক্ষ্যমাত্রা তাড়া করে ম্যাচ জিতে নেয় গুজরাট টাইটান্স। এই নিয়ে গ্রুপ পর্যায়ে টানা তিনটি ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষ স্থানে পৌঁছে গেছে আইপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি গুজরাট। হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলতে নেমেছিল গুজরাট টাইটান্স। যেখানে প্রথমে ব্যাটিং করে পাঞ্জাব কিংস নির্ধারিত ২০ ওভার ব্যাটিং শেষে ১৮৯ রান সংগ্রহ করতে সক্ষম হয়। দলের হয়ে লিভিংস্টোন সর্বোচ্চ ৬৪ রানের ইনিংস খেলেন।

১৯০ রানের বিশাল লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে গুজরাট টাইটান্সের শুভমান গিল অল্পের জন্য ব্যক্তিগত শতরান থেকে পিছিয়ে থাকেন। ৫৯ বলে ৯৪ রান করে সাজঘরে ফেরেন তিনি। এরপর শেষ ওভারে রাহুল তেওয়াটিয়া অনবদ্য ব্যাটিং করে দলকে জেতান। শেষ ওভারে ম্যাচ জিততে গুজরাটের প্রয়োজন ছিল ১৯ রান। ব্যাটে ছিলেন ডেভিড মিলার এবং রাহুল। বল হাতে শেষ ওভারে বোলিং করতে এসেছিলেন ক্যারেবিয়ান বোলার ওডিন স্মিথ। মিলারের ব্যাটে ৪ এর সুবাদে স্মিথের ওভারের শেষ দুই বলে জয়ের জন্য গুজরাটের প্রয়োজন ছিল ১২ রান। এরপর শেষ দুই বলে ছক্কা হাঁকিয়ে ম্যাচ জেতান রাহুল।


এরপর মাঠের মধ্যে ভেঙে পড়েন ক্যারেবিয়ান বোলার ওডিন স্মিথ। মাথায় হাত দিয়ে বসে পড়েন তিনি। সেই সময় নেতা হিসেবে নিজের জাত চিনিয়েছেন চলতি আইপিএলে দায়িত্বপ্রাপ্ত পাঞ্জাব কিংসের নতুন নেতা মায়ানক আগারওয়াল। মাঠে বসে থাকা স্মিথকে সান্তনা দেন মায়ানক আগারওয়াল। এমনকি সাংবাদিকদের প্রশ্নের মুখে তিনি বলেন, স্মিথ ম্যাচটিতে জয় পাওয়ার জন্য শতভাগ চেষ্টা করেছেন। তবে অনেক সময় ভাগ্য সুপ্রসন্ন হয় না। এটা হয়তো তারই ফল। এদিকে দুঃসময়ে নেতাকে পাশে পেয়ে আপ্লুত স্মিথও।

Advertisement

#Trending

More in Cricket News