Connect with us

Cricket News

IPL 2022: মোহাম্মদ সামিকে খোঁচা দিলেন পাক্ সাংবাদিক, ‘সাস্তার বিশেষজ্ঞ’ বলে তুলোধোনা করলেন ইরফান পাঠান

Advertisement

চলতি আইপিএলে গুজরাট টাইটান্সের জার্সিতে মাঠে নামছেন ভারতের অন্যতম সেরা পেসার মোহাম্মদ সামি। নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী প্রতিপক্ষ লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন গুজরাট টাইটান্স ঐতিহাসিক জয় তুলে নেয়। যে জয়ের পিছনে অলরাউন্ডার রাহুল তেওয়াতিয়া ২৪ বলে ৪০ রানের বিধ্বংসী ইনিংস এবং বল হাতে মোহাম্মদ সামির নেওয়া মূল্যবান তিনটি উইকেট সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। ম্যাচ শেষে এই দুই ক্রিকেটারকে প্রশংসা করেছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

এই প্রশংসা করা ব্যক্তিদের তালিকায় ছিলেন ভারতের প্রাক্তন অলরাউন্ডার ইরফান পাঠানও। তিনি এক টুইট বার্তায় বলেন,”বর্তমানে বিশ্ব ক্রিকেটে খুব কম পেসার রয়েছেন যারা নতুন বল ভালোভাবে ব্যবহার করতে জানেন। সেই ছোট্ট সংরক্ষিত তালিকায় রয়েছেন আজকের ম্যাচের সেরা পেসার মোহাম্মদ সামি।”

এর পরে অবশ্য বিভিন্ন মাধ্যমে বিভিন্ন রকম আলোচনা-সমালোচনা হতে থাকে টুইটটি। উক্ত ম্যাচে মোহাম্মদ সামি লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক কে এল রাহুল, উইকেটরক্ষক-ব্যাটসম্যান কুইন্টন ডি কক এবং মিডল অর্ডারের নির্ভরযোগ্য ব্যাটার মনিশ পান্ডের উইকেট দখল করেছিলেন। আর এর ফলে ক্রিকেট বিশেষজ্ঞরা প্রশংসার জোয়ারে ভাসিয়ে দেন মোহাম্মদ সামিকে।


এই প্রসঙ্গে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের একটি টুইট ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে বল হাতে সাফল্য পাননি মোহাম্মদ সামি। সেই সময় পাকিস্তানের এক সাংবাদিক একটি টুইট করেছিলেন, যেখানে তিনি মোহাম্মদ সামির উদ্দেশ্যে লিখেছিলেন,”তারা তাকে খেলাতে পারে না!”এবার সেই টুইটের যোগ্য জবাব দিলেন ভারতের প্রাক্তন অলরাউন্ডার ইরফান পাঠান। প্রতিক্রিয়া পাঠান পাক সাংবাদিককে “স্বাস্থ্য বিশেষজ্ঞ” বলে আখ্যায়িত করেছেন। তিনি আরো একটি টুইটে লিখেছেন, “২০০৩ বিশ্বকাপে ওয়াসিম আকরাম (লেজেন্ড) শচীন টেন্ডুলকারের (লেজেন্ড) ব্যাটকে হারাতে পারেননি। এর মানে কি? সে বল করতে পারেনি?”

Advertisement

#Trending

More in Cricket News