Connect with us

Cricket News

Moeen Ali: টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন ইংল্যান্ড তারকা মঈন আলি

Advertisement

৩৪ বছর বয়সী বর্তমান সময়ে ইংল্যান্ডের অন্যতম সেরা অলরাউন্ডার মঈন আলি আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড তাদের এক বিবৃতিতে এই সংবাদ প্রকাশ করেছেন। বর্তমানে এই অলরাউন্ডার ভারতীয় প্রিমিয়ার লিগ খেলতে ব্যস্ত রয়েছেন। ভারতীয় প্রিমিয়ার লিগে চেন্নাই সুপার কিংসের হয়ে দূর্দন্ত খেলা করে যাচ্ছেন তিনি। আর এরই মধ্যে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটকে বিদায় জানানো যেন ইংল্যান্ড দলের জন্য অনেক বড় কারণ হতে পারে। চলতি মৌসুমে ভারত ইংল্যান্ড টেস্ট সিরিজেও দুর্দান্ত পারফরমেন্স করেছেন অলরাউন্ডার মঈন আলি।

ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড জানিয়েছে, মঈন আলি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেও সাদা বলের সমস্ত ফরম্যাটে খেলবেন তিনি। তারা আরও জানিয়েছে, মঈন আলি ইংল্যান্ড ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানিয়েছেন তাকে ইংল্যান্ড দলের হয়ে আন্তর্জাতিক টেস্ট ম্যাচ খেলার সুযোগ করে দেওয়ার জন্য। তিনি আরো বলেছেন, টেস্ট ক্রিকেটের চেয়ে উত্তম ক্রিকেট আর নেই। ক্রিকেটারদের শক্ত মানসিকতা এবং ধৈর্যের প্রয়োজন এই খেলা খেলতে। তার বয়স জনিত কারনে তিনি দীর্ঘসময়ের এই ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বলে জানা গেছে। বর্তমানে মঈন আলি ৩৪ বছর বয়সী। এত কম বয়সে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর জন্য রীতিমতো হতাশ হয়েছেন ক্রিকেটপ্রেমীরা।

মঈন আলি ইংল্যান্ড ক্রিকেট দলের হয়ে তিন ফরম্যাটেই প্রতিনিধিত্ব করেন। তিনি ইংল্যান্ড জাতীয় দলের হয়ে এখনো পর্যন্ত ৬৪টি টেস্ট ম্যাচ খেলেছেন। যেখানে তার সংগ্রহে চৌদ্দটি হাফ সেঞ্চুরি রয়েছে। ২৮.২৯ গড়ে এখনো পর্যন্ত আন্তর্জাতিক টেস্ট ম্যাচে তিনি মোট ২৯১৪ রান করেছেন। তাছাড়া আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে বোলার হিসেবেও যথেষ্ট সাফল্য পেয়েছেন মঈন আলি। তিনি ইংল্যান্ড জাতীয় দলের হয়ে মোট ১৯৫টি টেস্ট উইকেট দখল করেছেন। আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে তার সবচেয়ে সফলতম বোলিং ফিগার ৫৩ রানের বিনিময়ে ৬ উইকেট। তার অবসরের সাথে সাথে ইংল্যান্ডের আন্তর্জাতিক ক্রিকেটে আরো একটি স্বর্ণযুগের অবসান ঘটল।

Advertisement

#Trending

More in Cricket News