
কলকাতা নাইট রাইডার্স আর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলের মধ্যে আইপিএল ২০২০-র ৩৯ তম ম্যাচ আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হল। যে ম্যাচে অসাধারণ পারফরম্যান্স করে সহজেই লীগ টেবিলের দ্বিতীয় স্থান দখল করল আরসিবি। আর এইরকম হতাশাজনকভাবে ম্যাচ হেরে কেকেআর চতুর্থ স্থানে থাকলেও রানরেট অনেকটাই কমে গেল তাদের।
এই ম্যাচে খারাপ অধিনায়কত্বের জন্য ঠাট্টা হল ইয়ন মর্গ্যানকে নিয়ে। এই ম্যাচের পর টুইটারে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক ইয়ন মর্গ্যানকে নিয়ে জমিয়ে ঠাট্টা হচ্ছে। আসলে তার অধিনায়কত্ব নিয়ে সমর্থকরা খুশি নন। তিনি ফর্মে চলা জোরে বোলার লাকি ফার্গুসনকে পাওয়ার প্লে-তে বোলিং করাননি। তার এই সিদ্ধান্তে সমর্থকদের যথেষ্ট অখুশি দেখিয়েছে।
WTF, KKR?! No Lockie at all in PPs?
On another note: When Karthik was captain, Morgan was setting the field. Now Morgan is captain, Karthik calls the play. 🙇♂️
— Prem Panicker (@prempanicker) October 21, 2020
কলকাতার একটি ইউটিউব চ্যানেলেও ম্যাচ শেষের পর পোস্ট ম্যাচ নিয়ে আলোচনায় কোচ প্রসেনজিৎ ব্যানার্জিকেও এই একই প্রশ্ন করা হয়। মর্গ্যানের এরকম পরিকল্পনাহীন ক্যাপ্টেন্সির কোনো উত্তর তিনি খুঁজে পাননি।
https://twitter.com/rawatrahul99/status/1318950187524530176
অন্যদিকে এই ম্যাচে আরসিবির জোরে বোলার মহম্মদ সিরাজ নিজের ৪ ওভারে মাত্র ৮ রান দিয়ে মোট ৩ উইকেট নিয়েছেন। এই দুর্দান্ত বোলিংয়ের জন্য তার টুইটারে জমিয়ে প্রশংসা হচ্ছে।
