
গতকাল লখনউ সুপার জায়েন্টসের বিপক্ষে পরাজয় ঘটলেও টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্ব রেকর্ড গড়লেন মহেন্দ্র সিং ধোনি। ৪০ বছর বয়স্ক মহেন্দ্র সিং ধোনি এদিন টি-টোয়েন্টি ক্রিকেটে ২০০ তম ক্যাচ লুফে নিলেন। ডোয়েন প্রিটোরিয়াসের (Dwaine Pretorius) বলে কুইন্টন ডি ককের (Quinton de Kock) ক্যাচ নেন ধোনি। আর এর সাথে সাথে প্রথম উইকেট রক্ষক হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্ব রেকর্ডে নিজের নাম লেখালেন মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni)।
আপনাদের জানিয়ে রাখি, এখনো পর্যন্ত টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ ২০০ ক্যাচ ধরার রেকর্ড রয়েছে কায়রন পোলার্ড (Kieron Pollard), ডোয়েন ব্র্যাভো (Dwayne Bravo) ও ডেভিড মিলারের (David Miller) নামে। এবার চতুর্থ ক্রিকেটার হিসাবে টি-২০ ক্রিকেটে ২০০ ক্যাচ নেওয়ার নজির গড়লেন ধোনি। তবে উইকেটরক্ষক হিসেবে একমাত্র এই নজির গড়লেন মহেন্দ্র সিং ধোনিই(Mahendra Singh Dhoni)। ভারতের জোড়া বিশ্বকাপ জয়ী প্রাক্তন অধিনায়ক যদিও বিশ্বের প্রথম উইকেটকিপার হিসাবে এই নজির গড়লেন। ২০০ ক্যাচের মধ্যে স্টাম্পের পিছনে দাঁড়িয়ে ধোনি নিয়েছেন ১৯৫টি ক্যাচ (৫৭টি ক্যাচ দেশের জার্সিতে)। বাকি পাঁচটি ক্যাচ তিনি ধরেছেন আউটফিল্ড প্লেয়ার হিসাবে।
গতকাল লখনউ সুপার জায়েন্টসের বিপক্ষে খেলতে নেমে প্রথম বলেই ছক্কা হাঁকান মহেন্দ্র সিং ধোনি। মহেন্দ্র সিং ধোনি মাত্র ৬ বলে অপরাজিত ১৬ রানের ইনিংস খেলেন। মাত্র ২৭ বলে ৫০ রানের বিধ্বংসী ইনিংস খেলেন রবিন উথাপ্পা। অন্যদিকে মঈন আলি দলের খাতায় যুক্ত করেন ৩৫ রানের ঝড়ো ইনিংস। এছাড়া শিভাম দুবে মাত্র ৩০ বলে যুক্ত করেন ৪৯ রান।
ব্যাটিং করতে মাঠে নেমে আম্বাতি রাইডুও বিধ্বংসী ইনিংস খেলেন লখনউ-এর বিরুদ্ধে। তিনি ব্যক্তিগত ২৭ রানের ইনিংস খেলে প্যাভিলিয়নে ফেরেন। এছাড়া অধিনায়ক রবীন্দ্র জাদেজা ব্যক্তিগত ১৭ রানের ইনিংস খেলেন। নির্ধারিত ২০ ওভার ব্যাটিং শেষে চেন্নাই সুপার কিংস ৭ উইকেট হারিয়ে ২১০ রান সংগ্রহ করে। যদিও লখনউ সুপার জায়েন্টসের বিধ্বংসী ব্যাটিংয়ে চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচ জিতে নেয়।
