
বহু জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আইসিসি-র ওয়ানডে বিশ্বকাপের পর ভারতের সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি নিজেই অবসরের কথা ঘোষণা করেন গণমাধ্যমে। বর্তমানে শুধু আইপিএল ছাড়া বাকি সমস্ত ফরম্যাট থেকে অবস্থান নিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। এবার কি সেই আইপিএল এর ও সন্ধিক্ষণ আসলো তার জীবনে? তাহলে কি সত্যিই ক্রিকেট জীবন থেকে অবসর নিতে চলেছেন মহেন্দ্র সিং ধোনি?
২০২০ সালে আরবে আইপিএল অনুষ্ঠিত হলেও প্রথমবারের মতো মহেন্দ্র সিং ধোনির দল চেন্নাই সুপার কিং প্লে-অফে নিজেদের জায়গা করে নিতে পারেনি। কিন্তু ২০২১ এর আইপিএল টুর্নামেন্ট যে কটি খেলা অনুষ্ঠিত হয়েছিল তার ওপর ভিত্তি করে চেন্নাই সুপার কিংস পয়েন্ট তালিকা দ্বিতীয় নম্বরে অবস্থান করছিল। মহেন্দ্র সিং ধোনির সম্পর্কে অস্ট্রেলিয়ান স্পিনার Brad Hogg একটি টুইট বার্তায় লেখেন- মহেন্দ্র সিং ধোনি চাইলে যে কোন টিমের হয়ে আইপিএল খেলতে পারেন। অথবা তিনি যদি চান তাহলে চেন্নাই সুপার কিংসের প্রধান কোচের দায়িত্ব পালন করতে পারেন। Brad Hogg এর এমন টুইটে ক্রিকেটমহলে আলোচনা শুরু হয়েছে।
তাহলে কি সত্যি ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ২০২২ সালে আইপিএল নিলামের আগেই অবসরের কথা ঘোষণা করবেন? উল্লেখ্য এই যে, ২০২১ সালের আইপিএলের যে খেলাগুলি বাকি রয়েছে সেগুলি আরব আমিরশাহীতে অনুষ্ঠিত হবে চলতি বছরে। ২০২২ সালের আইপিএলে কি তাহলে সত্যিই মাঠে ধোনি – ধোনি শোর শোনা যাবে না? আসলে ক্যাপ্টেন কুল নিজেই যে কি করবেন সেটি দেখার অপেক্ষায় ভারতীয় ক্রিকেটপ্রেমীরা।
