Connect with us

Cricket News

MI Vs DC: দিল্লিকে ৫ উইকেটে হারাল মুম্বাই! জয়ের মহোৎসব ব্যাঙ্গালোর শিবিরে

Advertisement

আজকের মেগা ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স দুটি দলের ভাগ্য লিখেছে। অর্থাৎ, চলতি আইপিএলে পয়েন্ট টেবিলের শেষে থাকা দলটি লিখেছে প্লে-অফের তালিকা। আজকের ম্যাচের পূর্বে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর ১৬ পয়েন্টসহ পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে থাকলেও ১৪ পয়েন্টের সাথে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে ছিল দিল্লি ক্যাপিটালস। গ্রুপ পর্যায়ের সবকটি ম্যাচ ইতিমধ্যে খেলে ফেলেছে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। অন্যদিকে, আজ গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচে মুম্বাইয়ের মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস।

আজকের মরণ বাচনের ম্যাচে মুম্বাই ৫ উইকেটে পরাজিত করেছে দিল্লি ক্যাপিটালসকে। অর্থাৎ এই পরাজয়ের সাথে সাথে চলতি আইপিএলের গ্রুপ পর্যায়ে থেকে বিদায় নিল দিল্লি ক্যাপিটালস। আজকের গুরুত্বপূর্ণ ম্যাচে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন মুম্বাইয়ের অধিনায়ক রোহিত শর্মা। ফলশ্রুতিতে প্রথমে ব্যাটিং করতে নেমে দিল্লি ক্যাপিটালস ৭ উইকেট হারিয়ে মাত্র ১৫৯ রান সংগ্রহ করতে সক্ষম হয়।

১৬০ রানের সহজ লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে ৫ উইকেট হাতে রেখে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় মুম্বাই ইন্ডিয়ান্স। ফলশ্রুতিতে, চলতি আইপিএলে চতুর্থ দল হিসেবে প্লে অফে পৌঁছালো রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। দিল্লির বিরুদ্ধে মুম্বাই ইন্ডিয়ান্স জয় নিশ্চিত করলেও সেলিব্রেশন করছেন বিরাট কোহলিরা। চলতি আইপিএলে লখনউ সুপার জায়েন্টসের বিপক্ষে কলকাতার মাঠে এলিমিনেটর ম্যাচ খেলতে চলেছে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর।

Advertisement

#Trending

More in Cricket News