Connect with us

Cricket News

MI Vs CSK: আইপিএলে আজ মুখোমুখি মুম্বাই-চেন্নাই! লজ্জা কাটাবে মুম্বাই, নাকি চলবে ধারাবাহিকতা?

Advertisement

আইপিএলে আজ দিনের একমাত্র ম্যাচে মুখোমুখি হবে আইপিএলের সবচেয়ে সফল দুই দল মুম্বাই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংস। যদিও চলতি বছর নিজেদের কোনো রকম ছাপ ছাড়তে পারেনি মুম্বাই-চেন্নাই। রেখেছে তো শুধু ব্যর্থতা! আজকের ম্যাচে যদি চেন্নাইয়ের বিরুদ্ধে আবারো পরাজিত হয় মুম্বাই ইন্ডিয়ান্স, তাহলে চলতি আইপিএলে গ্রুপ পর্যায় থেকে প্রথম দল হিসেবে বিদায় নেবে রোহিত শর্মার মুম্বাই। আপনাদের জানিয়ে রাখি, IPL ২০২১-এ গ্রুপ পর্যায় থেকে বিদায় নিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স। তবে এমন লজ্জার কালিমা ইতিপূর্বে গায়ে মাখেনি কোন ফ্র্যাঞ্চাইজি।

হ্যাঁ, আইপিএলের ইতিহাসে এখনো পর্যন্ত কোন দল প্রথম ম্যাচ থেকে টানা ছয় ম্যাচে পরাজিত হয়নি। মুম্বাই ইন্ডিয়ান্স একমাত্র দল হিসেবে এই লজ্জার রেকর্ড নিজের নামে করে নিয়েছে। অন্যদিকে, টানা চার ম্যাচে পরাজিত হওয়ার পর পঞ্চম ম্যাচে নিজেদের প্রথম জয়ের দেখা পেয়েছে চেন্নাই সুপার কিংস। আপনাদের জানিয়ে রাখি, ২০২১ আইপিএলের শিরোপা অর্জন করেছিল চেন্নাই। আজ প্লে-অফে ওঠার লড়াইয়ে টিকে থাকতে মুম্বাইয়ের বিরুদ্ধে খেলতে নামবে রবীন্দ্র জাদেজার চেন্নাই। অন্যদিকে সম্মান রক্ষার খাতিরে মাঠে নামবে মুম্বাই ইন্ডিয়ান্স।

মুম্বাই ইন্ডিয়ান্সের সম্ভাব্য শক্তিশালী একাদশ: ঈশান কিশান (উইকেটরক্ষক), রোহিত শর্মা (অধিনায়ক), ডেওয়াল্ড ব্রেভিস, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, কাইরন পোলার্ড, ফ্যাবিয়ান অ্যালেন, মুরুগান অশ্বিন, জাসপ্রিত বুমরাহ, জয়দেব উনাদকাট/টাইমাল মিলস, বাসিল থামপি

চেন্নাই সুপার কিংসের সম্ভাব্য শক্তিশালী একাদশ: ঋতুরাজ গায়কোয়াড়, মঈন আলি, ডেভন কনওয়ে, আম্বাতি রায়ডু, রবীন্দ্র জাদেজা (অধিনায়ক), রবিন উথাপ্পা, এমএস ধোনি (উইকেটরক্ষক), ডোয়াইন ব্রাভো, শিবম দুবে, ক্রিস জর্ডান, তুষার দেশপান্ডে।

Advertisement

#Trending

More in Cricket News