Connect with us

Cricket News

IPL 2022: মেগা অকশনে এই ৩ ক্রিকেটারের পেছনে কোটি টাকার বাজি ধরতে চলছে মুম্বাই ইন্ডিয়ান্স!!

Advertisement

ভারতীয় প্রিমিয়ার লিগের সবচেয়ে সফলতম দল হল মুম্বাই ইন্ডিয়ান্স। রোহিত শর্মার নেতৃত্বে মোট পাঁচবার শিরোপা অর্জন করেছে মুম্বাই ইন্ডিয়ান্স। আসন্ন আইপিএলে যুক্ত হতে চলেছে আরও দুটি নতুন ফ্র্যাঞ্চাইজি। তাই পুরনো ফ্র্যাঞ্চাইজিগুলো ভেঙে নতুনরূপে সাজাতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। চাইলে ফ্র্যাঞ্চাইজিগুলো সর্বোচ্চ চার জন ক্রিকেটারকে ধরে রাখতে পারবে, এমনটাই অনুমতি বিসিসিআইয়ের। যার ফলে আইপিএলের সবচেয়ে সফল দল মুম্বাই ইন্ডিয়ান্স বর্তমানে ভেঙে চূর্ণ-বিচূর্ণ। ইতিমধ্যে হতাশা প্রকাশ করেছেন মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা। তবে চোখ এখন মেগা অকশনে। এই তিন ক্রিকেটারকে দলে পেতে সর্বোচ্চ লড়াই করতে পারে মুম্বাই ইন্ডিয়ান্স-

১. ফাফ ডু প্লেসিস: দীর্ঘদিন ধরে দক্ষিণ আফ্রিকার এই ব্যাটসম্যান ভারতীয় প্রিমিয়ার লিগের চেন্নাই সুপার কিংসের জার্সি মাঠে নামছেন। তবে সম্প্রতি তাকে রিলিজ করতে বাধ্য হয়েছে চেন্নাই সুপার কিংস। ওপেনিং ব্যাটসম্যান হিসেবে বিগত বছরগুলোতে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন ডুপ্লেসিস। রোহিত শর্মার সাথে ফাফ ডু প্লেসিসের দুর্দান্ত ওপেনিং জুটি হতে পারেন বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। তাই এই বিদেশি ক্রিকেটারকে দলে পেতে সর্বোচ্চ লড়াই করতে পারে তারা।

২. হার্সেল প্যাটেল: মুম্বাই ইন্ডিয়ান্স ভারতীয় প্রিমিয়ার লিগের সফলতম দলগুলির একটি। চলতি বছর আইপিএলে সবচেয়ে অধিক উইকেট দখল করেছিলেন রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের পেস বোলার হার্সেল প্যাটেল। এক আইপিএল ইতিহাসে সর্বোচ্চ উইকেট সংগ্রহের তালিকায় ডোয়েন ব্র্যাভোর পাশে নাম লিখিয়েছেন হার্সেল প্যাটেল। চলতি বছর ভারতীয় প্রিমিয়ার লিগে ৩২ উইকেট দখল করেছিলেন তিনি। জসপ্রীত বুমরাহর সাথে দুর্দান্ত জুটি তৈরি হতে পারে হার্সেল প্যাটেলের। তাই মেগা অকশনে তাকে দলে পেতে সর্বোচ্চটা লড়াই করবে মুম্বাই ইন্ডিয়ান্স।

৩. হাসারাঙ্গা: বর্তমানে বিশ্বের সেরা স্পিনার হাসারাঙ্গাকে দলে পেতে লড়াইতে নামতে পারে মুম্বাই ইন্ডিয়ান্স। গত বছর আইপিএলের শেষ অংশে প্রথমবারের মতো আইপিএল খেলার সুযোগ পান তিনি। যদিও ভারতীয় প্রিমিয়ার লিগে তার প্রদর্শন মোটেও ভাল ছিলনা। কিন্তু আন্তর্জাতিক স্তরে বল এবং ব্যাট হাতে অত্যন্ত সফলতম ক্রিকেটার তিনি। তাছাড়া মুম্বাই ইন্ডিয়ান্স শিবিরে স্পিনার হিসেবে দায়িত্ব সামলাতে রহুল চাহার। সে ক্ষেত্রে হাসারাঙ্গার পিছনে মুম্বাই ইন্ডিয়ান্স ধাওয়া করলে আশ্চর্য হওয়ার কিছু নেই বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

Advertisement

#Trending

More in Cricket News