
ভারতীয় প্রিমিয়ার লীগের অন্যতম মুম্বাই ইন্ডিয়ান্স আইপিএল ২০২১ মৌসুমের দ্বিতীয় অংশের খেলায় অনেকটা পিছিয়ে পড়েছে। পরপর দুটি খেলায় পরাজিত হয়ে বর্তমানে শোচনীয় অবস্থার মধ্যে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। প্রথম খেলায় চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে কুড়ি রানের ব্যবধানে পরাজিত হয় মুম্বাই ইন্ডিয়ান্স। এছাড়া দ্বিতীয় খেলায় কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ৭ উইকেটের ব্যবধানে লজ্জাজনকভাবে পরাজিত হয় মুম্বাই ইন্ডিয়ান্স। পরপর দুটি ম্যাচে পরাজিত হয়ে সেরা চারে জায়গা করে নেওয়া অনেকটা কঠিন হয়ে পড়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য। প্রথম ম্যাচে রোহিত শর্মা দলে না থাকলেও দ্বিতীয় ম্যাচে দলে প্রত্যাবর্তন করেছেন অধিনায়ক রোহিত শর্মা।
কিন্তু চোটের কারণে এখনও দলে ফিরতে পারেননি মুম্বাই ইন্ডিয়ান্সের অন্যতম সেরা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। আইপিএলের দ্বিতীয় অংশে নেট প্র্যাকটিস করতে গিয়ে চোট পেয়েছিলেন তিনি। তাই পরপর দুটি ম্যাচে তাকে ছাড়াই মাঠে নামতে হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সকে। সামনে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ, তাই মুম্বাই ইন্ডিয়ান্স শিবির হার্দিক পান্ডিয়াকে নিয়ে রিক্স নিতে চায়না। সেই জন্য তার পুরোপুরি সুস্থ হওয়ার অপেক্ষায় রয়েছে রোহিত শর্মার দল। কিন্তু সামনের ম্যাচে ২ পয়েন্ট অর্জন করতে না পারলে সেরা চারে প্রবেশের স্বপ্ন বাস্তব করা সম্ভব হবে না।
মুম্বাই ইন্ডিয়ান্সের বোলিং কোচ শেন বন্ড হার্দিক পান্ডিয়ার দলে ফেরা নিয়ে বড় ঘোষণা করলেন। তিনি বলেন, আমরা হার্দিক পান্ডিয়ার পুরোপুরি সুস্থতার জন্য এতদিন অপেক্ষা করছিলাম। বর্তমানে তিনি চোট থেকে প্রায় সুস্থ হয়ে উঠেছেন। তাই আগামী ম্যাচ থেকে মাঠে দেখা যাবে হার্দিক পান্ডিয়াকে। দলের এই গুরুত্বপূর্ণ সদস্য ব্যতীত লড়াই অনেকটা সহজ হয়ে যাচ্ছে বিরোধী টিমের। আমরা আশা করি সামনের ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে মাঠে দেখা যাবে হার্দিক পান্ডিয়াকে। ইতিমধ্যে তিনি সমস্ত পরীক্ষায় সম্মানের সাথে উত্তীর্ণ হয়েছেন। তাই রোহিত-হার্দিক জুটি একসাথে মাঠে নামবে বিরোধীদের বিরুদ্ধে।
