Connect with us

Cricket News

IPL 2022: মুম্বাই…. মুম্বাই! রোহিত শর্মাদের উদ্দেশ্যে গলা ফাটাতে প্রস্তুত কোহলি-ডুপ্লেসিস

Advertisement

চলতি আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের খারাপ পারফরমেন্স বিভিন্ন মাধ্যমে সমালোচিত হয়েছে। তবে সেই মুম্বাই ইন্ডিয়ান্সের হাতে কোনো দলের প্লে-অফে পৌঁছানোর লাইফ লাইন থাকতে পারে সেটি ভাবতেও অবাক লাগে। তবে একটি দলের নয় বরং দুটি দলের ভবিষ্যৎ লিখতে পারে মুম্বাই ইন্ডিয়ান্স। গতকাল আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে গুজরাটের বিরুদ্ধে ৮ উইকেটে জয় নিশ্চিত করে প্লে অফের প্রবল দাবিদার হয়ে উঠেছে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। তবে তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়ে সামনে উঠে এসেছে দিল্লি ক্যাপিটালস।

বর্তমানে দিল্লি ক্যাপিটালস ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে অবস্থান করছে। নিজেদের গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে ঋষভ পন্থরা। সেই ম্যাচে যদি মুম্বাই ইন্ডিয়ান্স জয় নিশ্চিত করে তবে চতুর্থ দল হিসেবে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর চলতি আইপিএলে প্লে অফ খেলার যোগ্যতা অর্জন করবে। অন্যথা, দিল্লি ক্যাপিটালস জয়লাভ করলে নেট রান রেটের উপর নির্ভর করে চতুর্থ বিকল্প হিসেবে চলতি আইপিএলে প্লে অফ খেলবে ঋষভ পন্থের দিল্লি। তাই বিরাট কোহলিদের সামনে এখন মুম্বাই ইন্ডিয়ান্সের সমর্থন ছাড়া দ্বিতীয় বিকল্প নেই।


এদিন গুজরাটের বিরুদ্ধে ম্যাচ শেষ তেমনই স্পষ্ট বার্তা দিলেন বিরাট কোহলি এবং ব্যাঙ্গালোরের অধিনায়ক ডুপ্লেসিস। ম্যাচের শেষে বিরাট কোহলি দলের অধিনায়ক ফ্যাফ ডু’প্লেসিসকে মজা করে বলছিলেন, “আগামী দু’দিন নিজেদের চাঙ্গা রাখার চেষ্টা করব আর মুম্বইকে সমর্থন করব। এখন মুম্বইয়ের আরও দু’জন সমর্থক বাড়ল।” অন্যদিকে, সেই সময় ডুপ্লেসিস মুম্বাই… মুম্বাই বলে মুম্বাইয়ের প্রতি নিজেদের সমর্থন প্রকাশ করতে থাকেন। বিরাট কোহলি এবং সব ডুপ্লেসিস বলেন, “আমরা হয়তো স্টেডিয়ামেও থাকতে পারি।” ডু’প্লেসিস তো বলেই দিয়েছেন, তিনি রোহিতদের উপর ভরসা রাখছেন।

Advertisement

#Trending

More in Cricket News