
গতকাল শক্তিশালী রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরকে ২৩ রানে পরাজিত করে চলতি আইপিএলে পয়েন্ট টেবিলে যাত্রা শুরু করেছে চেন্নাই সুপার কিংস। চলতি আইপিএলে পরপর চারটি ম্যাচে পরাজিত হয়ে একই দলের নাম লিখিয়ে ছিল মুম্বাই-চেন্নাই। তবে সেই খরা গতকাল কাটিয়ে উঠেছে চেন্নাই সুপার কিংস। আজকের ম্যাচে শক্তিশালী পাঞ্জাবের বিরুদ্ধে জয়ের স্বাদ গ্রহণ করতে পারবে কি রোহিত শর্মা? এই প্রশ্নে এখন উত্তপ্ত সোশ্যাল মিডিয়া। আজকের ম্যাচে পাঞ্জাবের বিরুদ্ধে পরাস্ত হলে গত আইপিএলের মত গ্রুপ পর্যায়ে আইপিএলের মেগা যাত্রার সমাপ্তি ঘটতে পারে মুম্বাইয়ের।
গতকাল শক্তিশালী রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের বিরুদ্ধে বিধ্বংসী ব্যাটিং করে চেন্নাই সুপার কিংস। ২১৭ রানের বিশাল লক্ষ্যমাত্রা স্থির করতে সক্ষম হয় চেন্নাই। চলতি আইপিএলে নিজেদের অধিপত্য বিস্তার করতে হলে বিধ্বংসী মেজাজে ব্যাটিং করতে হবে শক্তিশালী মুম্বাই ইন্ডিয়ান্সকে। তবে দলের জন্য বিগত চার ম্যাচে রোহিত শর্মার বিফল পারফরম্যান্স দলকে আরও নিয়ে গেছে পেছনে। অন্যদিকে, মায়ানক আগারওয়ালের নেতৃত্বে চলতি আইপিএলে দুর্দান্ত শুরু করেছে পাঞ্জাব কিংস। আজকের ম্যাচে দুই ভারতীয় অধিনায়কের লড়াই দৃষ্টিনন্দন হবে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরাও। দেখে নিন আজকের গুরুত্বপূর্ণ ম্যাচে কেমন হতে পারে দুই দলের সম্ভাব্য শক্তিশালী একাদশ?
মুম্বাই ইন্ডিয়ান্সের সম্ভাব্য শক্তিশালী একাদশ: ঈশান কিশান (উইকেটরক্ষক), রোহিত শর্মা (অধিনায়ক), ডেওয়াল্ড ব্রেভিস, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, কাইরন পোলার্ড, ফ্যাবিয়ান অ্যালেন, মুরুগান অশ্বিন, জাসপ্রিত বুমরাহ, জয়দেব উনাদকাট/টাইমাল মিলস, বাসিল থামপি
পাঞ্জাব কিংসের সম্ভাব্য শক্তিশালী একাদশ: মায়াঙ্ক আগরওয়াল (অধিনায়ক), শিখর ধাওয়ান, জনি বেয়ারস্টো/ভানুকা রাজাপাকসে, লিয়াম লিভিংস্টোন, জিতেশ শর্মা, শাহরুখ খান, ওডিয়ন স্মিথ, কাগিসো রাবাদা, রাহুল চাহার, আরশদীপ সিং, বৈভব অরোরা
