
আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্স ও দিল্লি ক্যাপিটালস ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিল দিল্লি ক্যাপিটালস। কলকাতা নাইট রাইডার্সের লক্ষ্য থাকবে আগের ম্যাচের ব্যাটিং ভরাডুবি ভুলে এই ম্যাচে দিল্লির সামনে একটা বড় টার্গেট দেওয়া।
দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে নাইট রাইডার্সের দলে দুটো পরিবর্তন হয়েছে। চায়নাম্যান স্পিনার কুলদীপ যাদব ও ব্যাটসম্যান টম ব্যান্টনকে বসানো হয়েছে। তাদের জায়গায় প্রথম একাদশে সুযোগ পেলেন সুনীল নারিন ও কমলেশ নাগারকোটি। নারিনের প্রত্যাবর্তন কলকাতার বোলিং আক্রমণকে যে আরো ধারালো করল সেটা বলার অপেক্ষা রাখে না।
এই ম্যাচে দিল্লি ক্যাপিটালস দলেও দুটো পরিবর্তন হল। পৃথ্বী শাহের জায়গায় দলে সুযোগ পেলেন অজিঙ্কে রাহানে এবং ড্যানিয়েল স্যামসের জায়গায় প্রথম একাদশে জায়গা করে নিলেন এনরিচ নর্টজে।
দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে জয় পেলে কলকাতা প্লে অফের আরও কাছে চলে যাবে। আর হেরে গেলে শেষ তিনটে ম্যাচ তাদের কাছে অনেক কঠিন হয়ে যাবে। আর কেকেআরকে হারালে মুম্বই ইন্ডিয়ান্স কে সরিয়ে লিগ টেবিলের শীর্ষে উঠে যাবে দিল্লি ক্যাপিটালস।
একনজরে দেখে নেওয়া যাক দু দলের সম্ভাব্য প্রথম একাদশ
কলকাতা নাইট রাইডার্স :
শুভমান গিল, সুনীল নারিন, নীতীশ রানা, রাহুল ত্রিপাঠী, ইয়ন মর্গ্যান (অধিনায়ক), দীনেশ কার্তিক (উইকেটরক্ষক), প্যাট কামিন্স, লকি ফার্গুসন, কমলেশ নাগারকোটি, প্রসিধ কৃষ্ণ ও বরুণ চক্রবর্তী
দিল্লি ক্যাপিটালস :
শিখর ধাওয়ান, অজিঙ্কে রাহানে, শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেটরক্ষক), মার্কাস স্টোইনিস, শিমরন হেটমায়ার, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, কাগিসো রাবাদা, তুষার দেশপান্ডে ও এনরিচ নর্টজে।
