Connect with us

Cricket News

Chennai Super Kings: মহেন্দ্র সিং ধোনি নন, বরং এই ক্রিকেটারকে অধিনায়ক হিসেবে পেতে চেয়েছিল চেন্নাই সুপার কিংস

Advertisement

পৃথিবীর সেরা লীগ গুলির মধ্যে ভারতীয় প্রিমিয়ার লিগ অন্যতম। জনপ্রিয়তার দিক থেকে সব ধরনের ক্রিকেটকে ছাড়িয়ে গেছে আইপিএল। ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রচেষ্টায় ২০০৮ সালে প্রথমবার টি-টোয়েন্টি লিগের আয়োজন করা হয়। ৮টি টিমের সম্মিলিত রূপ নিয়ে শুরু করা হয় ভারতীয় প্রিমিয়ার লিগ। বর্তমানে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় লীগ হলো ভারতীয় প্রিমিয়ার লিগ। যেখানে একটি মরশুমে খেলার জন্য যে কোন ক্রিকেটার মরিয়া হয়ে অপেক্ষা করে। টাকার ফুলঝুরি সাথে সাথে বিশ্বক্রিকেটের নিজের পরিচয় বানানোর অন্যতম সেরা প্লাটফর্ম হল ভারতীয় প্রিমিয়ার লিগ।

ভারতীয় প্রিমিয়ার লীগের অন্যতম সেরা সফল দল হল চেন্নাই সুপার কিংস। আইপিএলের প্রথম সংস্করণে চেন্নাই সুপার কিংস প্রথম পছন্দের ক্রিকেটার হিসেবে মহেন্দ্র সিং ধোনিকে নয় বরং বীরেন্দ্র শেওয়াগকে দলে পেতে চেয়েছিলেন তারা। চেন্নাই সুপার কিংসের প্রাক্তন ক্রিকেটার সুব্রহ্মন্যম বদ্রীনাথ নিজের ইউটিউব চ্যানেলে এই প্রসঙ্গ উল্লেখ করেছেন। তিনি তার ইউটিউব চ্যানেলে বলেন, ‘‘২০০৮ সালে সিএসকে ম্যানেজমেন্ট প্রথমে ঠিক করেছিল বীরেন্দ্র সহবাগকে নেবে। সহবাগের সঙ্গে কথা বলে তারা। কিন্তু সহবাগ জানিয়ে দেন, তিনি ছোট থেকেই দিল্লিতে খেলেছেন। তাই দিল্লির হয়েই তিনি খেলতে চান। সেই দাবি মেনে নেয় চেন্নাই।’’

ঠিক তার আগের বছর অর্থাৎ ২০০৭ সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে পাকিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে ইন্ডিয়া। ফলে চেন্নাই সুপার কিংস দ্বিতীয় পছন্দ হিসেবে মহেন্দ্র সিং ধোনির নাম উল্লেখ করেন। পছন্দ অনুযায়ী প্রথম বছর ৬ কোটি টাকার বিনিময়ে মহেন্দ্র সিং ধোনির সাথে চুক্তি সেরে ফেলেন চেন্নাই সুপার কিংস। তারপর মহেন্দ্র সিং ধোনি চেন্নাই সুপার কিংসের জন্য ভারতীয় প্রিমিয়ার লিগে একের পর এক সোনালী অধ্যায়ের রচনা করে গেছেন। অধিনায়ক হিসেবে প্রথম মরসুমে ফাইনালে উঠে হারতে হয় ধোনিকে। তবে ২০১০ সালে প্রথম বার ট্রফি জেতেন তিনি। পরের বছর অর্থাৎ ২০১১ সালে সেই ধোনির হাতেই ট্রফি ওঠে। মাঝে দু’বছরের জন্য সিএসকে নির্বাসনে গেলে পুণে দলের হয়ে খেলেন ধোনি। ২০১৮ সালে হলুদ জার্সিতে ফের প্রত্যাবর্তন করে সেই বছরই চ্যাম্পিয়ন হন তাঁরা। ২০২১ সালে চতুর্থ বারের জন্য ট্রফি জেতেন ধোনি।

Advertisement

#Trending

More in Cricket News