
গতকাল মেগা নিলামের সমাপ্তি ঘটেছে। দুই শতাধিক ক্রিকেটারের ভাগ্য নির্ধারণ করেছে দশটি ফ্র্যাঞ্চাইজি। আইপিএলের আসরে অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সের দল নির্বাচন নিয়ে ইতিমধ্যে একাধিক প্রশ্ন সামনে এসেছে। কেন অফ ফর্মে থাকা অজিঙ্কা রাহানের পেছনে কোটি টাকা খরচ করল কলকাতা নাইট রাইডার্স? এই প্রশ্নে উত্তপ্ত এখন সোশ্যাল মিডিয়া। তবে কলকাতা নাইট রাইডার্সের এক কর্মকর্তার কথায় সমস্ত জটের সমাপ্তি ঘটে গেল মেগা নিলাম শেষে। কেকেআরের অন্যতম মালিক জয় মেহতা ও জুহি চাওলার মেয়ে জাহ্নবীর পরিকল্পনা স্পষ্ট হলো সংবাদমাধ্যমে বক্তব্য দেওয়ার সময়।
সংবাদমাধ্যমে বক্তব্য দিতে গিয়ে জুহি চাওলার মেয়ে জাহ্নবী অজিঙ্কা রাহানেকে নিয়ে তাদের ভবিষ্যৎ পরিকল্পনার কথা উল্লেখ করেছেন। তিনি সংবাদমাধ্যমে বলেন, ভবিষ্যতে কলকাতার নেতৃত্ব দিতে পারেন অজিঙ্কা রাহানে। নেতা হিসেবে তার যোগ্যতা নিয়ে কোন প্রশ্ন নেই। দলে অজিঙ্কা রাহানের আগমনের ফলে একাধিক বিকল্প রয়েছে কেকেআরের হাতে। অধিনায়ক হিসাবেও একাধিক পরিবর্তন ব্যবহার করতে পারবে কলকাতা নাইট রাইডার্স।
জাহ্নবীর এমন বক্তব্যের পর কলকাতার অধিনায়ক কে হবেন তা নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে সোশ্যাল মিডিয়ায়। মেগা নিলামে ১২.২৫ কোটি টাকা মূল্যের শ্রেয়াস আইয়ারকে দলে টেনেছে কলকাতা নাইট রাইডার্স। এছাড়া অভিজ্ঞ ক্রিকেটার প্যাট কামিন্স রয়েছেন কলকাতা শিবিরে। অর্থাৎ অধিনায়ক হিসেবে কলকাতার কাছে এখন তিনটি বিকল্প রয়েছে। অজিঙ্কা রাহানে ইতিপূর্বে রাজস্থান রয়েলসের নেতৃত্ব দিয়েছেন। আসন্ন দিনে কলকাতা নাইট রাইডার্সের নতুন নেতা কি রাহানে? আর যদি তেমন হয়, সে ক্ষেত্রে সবচেয়ে কম দামে অধিনায়ক কেনার গৌরব অর্জন করবে কলকাতা নাইট রাইডার্স। উল্লেখ্য, মেগা নিলামে বেসিক মূল্যে অজিঙ্কা রাহানেকে দলে টেনেছে কলকাতা।
