Connect with us

Cricket News

IPL 2022: বিরাট কিংবা রোহিত নয়, জীবনে একবার হলেও অন্তত ভারতীয় এই অধিনায়কের অধীনে খেলতে চান হার্সেল প্যাটেল!!

Advertisement

গত মরশুমে বল হাতে নিজের জাত চিনিয়েছেন হার্সেল প্যাটেল। ভারতীয় প্রিমিয়ার লিগের ইতিহাসে এক মরশুমে সর্বাধিক উইকেট দখল করার কৃতিত্ব অর্জন করেছেন ডানহাতি এই পেসার। তিনি ২০২১ আইপিএলে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের জার্সিতে ৩২ উইকেট দখল করেছিলেন। গতবার আইপিএলে ‘পার্পেল ক্যাপ’ পড়েছিলেন হার্সেল প্যাটেল। এতকিছু অর্জনের পরেও পুরনো শিবির রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর আসন্ন ২০২২ মেগা আইপিএলের জন্য তাকে রিটেন করেনি। তাই বর্তমানে হার্সেল প্যাটেল একজন রিলিজ ক্রিকেটার। আসন্ন মেগা অকশনে তার দিকে যে একাধিক ফ্র্যাঞ্চাইজির নজর থাকবে সে কথা বলে দিতে হয় না।

এদিকে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের রিলিজ প্রাপ্ত এই ক্রিকেটার জানিয়েছেন তার জীবনের উদ্দেশ্য। ক্রিকেট জগতে তিনি বিরাট কোহলি কিংবা আইপিএলের সবচেয়ে সফল অধিনায়ক রোহিত শর্মার অধীনে নয়, বরং তিনি মহেন্দ্র সিং ধোনির অধীনে জীবনে একবার হলেও আইপিএল খেলতে চান। অর্থাৎ মহেন্দ্র সিং ধোনির অধিনায়কত্বে খেলতে চান হাসেন প্যাটেল। এদিন ক্রিকট্র্যাকারের সাথে কথা বলার সময় জানান যে, মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংসের হয়ে বল করতে চান। আসলে যখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি কোন দলের হয়ে আইপিএল খেলতে চান? সেই সময় তিনি চেন্নাই সুপার কিংসের নাম নেন হার্সেল প্যাটেল।

উল্লেখ্য, আইপিএলের সবচেয়ে সফলতম দলগুলোর মধ্যে চেন্নাই সুপার কিংস অন্যতম। আইপিএলে চারবার শিরোপা অর্জনের পাশাপাশি সর্বাধিক বার ফাইনাল খেলার কৃতিত্ব রয়েছে চেন্নাই সুপার কিংসের। সম্ভবত চেন্নাই সুপার কিংস এর সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির শেষ আইপিএল হতে চলেছে এটি। তাই তার অধীনে খেলার শেষ সুযোগ কাজে লাগাতে চান হার্সেল প্যাটেল। তাই নিজেই আগে থেকে ইঙ্গিত দিলেন মেগা অকশনে তিনি কোন দলে যেতে চান। আগামী ১২ এবং ১৩ই ফেব্রুয়ারি ব্যাঙ্গালুরুতে আইপিএল ২০২২-এর মেগা নিলামের আয়োজন করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

Advertisement

#Trending

More in Cricket News