
চলমান রত আইপিএলে যেন ব্যর্থতার রেকর্ড গড়েতেই মেগা নিলামে নাম লিখিয়েছিলেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা। গতকাল গুজরাটের বিরুদ্ধে বিরাট কোহলি খরা কাটালেও ব্যাট হাতে ফের ব্যর্থ রোহিত শর্মা। ইতিমধ্যে চলতি আইপিএলে ৯ ইনিংস খেলে ফেলেছেন রোহিত, তবে হতভাগ্যের বিষয় একটিও পঞ্চাশোর্ধ রানের ইনিংস নেই রোহিত শর্মার ব্যাটে। শুধু মাত্র এখানেই সমাপ্তি নয়, চলতি আইপিএলে টানা আট ম্যাচে পরাজিত হওয়ার পর গতকাল প্রথম জয়ের স্বাদ গ্রহণ করেছে মুম্বাই ইন্ডিয়ান্স। আইপিএলের ইতিহাসে গ্রুপ পর্যায়ে টানা ৮ ম্যাচে পরাজিত হওয়ার লজ্জাজনক রেকর্ড এখন চ্যাম্পিয়ন দলের মাথায়।
Biggest Virat Fan Girl @AnushkaSharma 🤍✨ pic.twitter.com/iJsy33239t
— 𝒉𝒊𝒃𝒂☪️ || Ramadan Kareem || (@moonchilddxz) April 30, 2022
গতকাল দিনের প্রথম খেলায় শক্তিশালী গুজরাটের বিরুদ্ধে মাঠে নেমেছিল রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। টানা পাঁচ ম্যাচে ব্যর্থতার পর গতকাল ব্যাট হাতে কিছুটা ভরসা যুগিয়েছেন বিরাট কোহলি। ৫৩ বলে ৫৮ রানের ইনিংস খেলেন কোহলি। প্রতিটা চার এবং ছক্কার সাথে সাথে গ্যালারিতে বসে থাকা বিরাট পত্নী অনুষ্কা শর্মাকে তুমুল সেলিব্রেশন করতে দেখা গেছে। যা রীতিমতো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যদিও গুজরাট ৬ উইকেট হাতে রেখে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়।
Your tweet was quoted in an article by Insidesport https://t.co/jD3PWf9aW9
— Recite Social (@ReciteSocial) May 1, 2022
পক্ষান্তরে, দিনের দ্বিতীয় খেলায় ধরা পরল অন্যরকম ছবি। টানা আট ম্যাচে ব্যর্থতার পর গতকাল পাঞ্জাবের বিরুদ্ধে নিজেদের প্রথম জয়ের মুখ দেখতে মাঠে নেমেছিল মুম্বাই ইন্ডিয়ান্স। তবে ব্যর্থতার ধারাবাহিকতা পিছু ছাড়েনি রোহিত শর্মার। পাঞ্জাবকে পরাজিত করে ২ পয়েন্ট অর্জন করলেও ব্যাট হাতে ফের ব্যর্থ হন হিটম্যান। মাত্র দুই রান করে রবীচন্দ্রন অশ্বিনের বলে আউট হয়ে সাজঘরে ফেরেন তিনি। সাথে সাথে গ্যালারিতে বসে থাকা রোহিত পত্নী ঋত্বিকা মাথায় হাত দিয়ে বসে পড়ে। যদিও পাশে বসে থাকা রবীচন্দ্রন অশ্বিনের স্ত্রী তাকে সান্তনা দিতে শুরু করে। ছবিটি ক্যামেরাবন্দি হতেই রীতিমতো ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
