Connect with us

Cricket News

Virat Kohli: প্রথম বলেই “গোল্ডেন ডাক”! তার পরেও শতক করলেন বিরাট কোহলি, কিভাবে?

Advertisement

গতকাল আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে চূড়ান্ত ফ্লপ হয়েছেন রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের ভরসাযোগ্য ব্যাটসম্যান বিরাট কোহলি। প্রথম ওভারে দুষ্মন্ত চামিরার পঞ্চম বলে অনুজ রাওয়াত ক্যাচ তুলে দেন মিড উইকেটে দাঁড়িয়ে থাকা কে এল রাহুলের হাতে। অনুজ সাজঘরে ফিরতে না ফিরতে প্রথম ওভারেই মাঠে নামেন বিরাট কোহলি। তবে দলের প্রয়োজনে চূড়ান্ত ব্যর্থতার পরিচয় দিয়েছেন তিনি। দুষ্মন্ত চামিরার অফস্টাম্পের বাইরের বল খেলতে গিয়ে পয়েন্ট দাঁড়িয়ে থাকা দীপক হুডার কাছে সহজ ক্যাচ তুলে দেন তিনি। প্রথম বলে গোল্ডেন ডাক পাওয়ার শর্তেও অবাক শতক করেছেন বিরাট কোহলি।

আপনাদের জানিয়ে রাখি, গতকাল বিরাট কোহলি যে শতক পার করেছেন আন্তরাষ্ট্রীয় ক্রিকেট হোক কিংবা টি-টোয়েন্টি লিগ, কোন ক্রিকেটার স্বপ্নেও চাইবেন না বিরাট কোহলির সেই রেকর্ড ভাঙতে। হ্যাঁ, আন্তর্জাতিক এবং টি-টোয়েন্টি লিগ মিলিয়ে বিগত শত ম্যাচে কোনরকম শতকের দেখা পাননি ভারতের রান মেশিন বিরাট কোহলি। অর্থাৎ, আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট, ওডিআই ক্রিকেট , টি-টোয়েন্টি ক্রিকেট কিংবা আইপিএল বলুন, সবমিলিয়ে শতাধিক ম্যাচ খেলেছেন তিনি। যার মধ্যে একটিও শতরানের ইনিংস আসেনি তার ব্যাট থেকে।

শেষবারের মতো শতরানের ইনিংস এসেছিল ২০১৯ সালের নভেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে কলকাতায়। পিঙ্ক বল টেস্টে সেই ম্যাচে বিরাট কোহলি করেছিলেন ১৩৬ রান। এরপর সব ধরনের প্রতিযোগিতামূলক ক্রিকেটে মিলিয়ে ১০০ টি ম্যাচ খেলে ফেলেছেন বিরাট কোহলি। শেষ শতরানের পর ১৭ টি টেস্ট, ২১ টি একদিনের ম্যাচ, ২৫ টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ এবং ৩৭ টি আইপিএল ম্যাচ খেলে খেলেছেন। তবে অত্যন্ত দুর্ভাগ্যের কথা, শতরানের দেখা পাননি তিনি।

Advertisement

#Trending

More in Cricket News