
বর্ণবিদ্বেষের বিরুদ্ধে অভিনব প্রতিবাদ করলেন হার্দিক পাণ্ডিয়া । ব্যাট করার সময় পিচের ওপরই হাঁটু মুড়ে বসে পড়লেন হার্দিক। আইপিএলের ইতিহাসে এরকম কোনও বিষয়ে প্রতিবাদ এর আগে কখনও হয়নি। যা সোশ্যাল মিডিয়ায় সাড়া ফেলে দিয়েছে।
জেসন হোল্ডার কিছুদিন আগেই জানিয়েছিলেন, আইপিএলে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ প্রতিবাদের সমর্থনে তেমন কিছুই হচ্ছে না। রবিবার রাজস্থান রয়্যালস বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচেই হার্দিককে দেখা গেল হাঁটু চেপে বসে প্রতীকী অঙ্গভঙ্গি করতে। আমেরিকায় কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডকে গলায় হাঁটু চেপে শ্বাসরোধ করে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছিল। কাঠগড়ায় তোলা হয়েছিল পুলিশকে। প্রতিবাদে গর্জে উঠে সবাই। বর্ণবিদ্বেষের বিরুদ্ধে একযোগে প্রতিবাদ জানায় সব মহল। একাধিক ক্রীড়া ইভেন্টেও সহমর্মিতা জানাতে প্রতীকী প্রতিবাদ শুরু হয়েছে।
কৃষ্ণাঙ্গদের জীবনও যে মূল্যবান, তা বোঝাতেই চালু হয় ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ হ্যাশট্যাগ দিয়ে আন্দোলন। হার্দিকের সৌজন্যে সেই প্রতিবাদ মিছিলের সঙ্গে আইপিএলও যুক্ত হল।
হার্দিক নিজের সোশ্যাল মিডিয়াতেও নিজের হাঁটু গেড়ে বসার সেই ছবি পোস্ট করেন। সঙ্গে হ্যাশট্যাগ দেন, ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’।
#BlackLivesMatter pic.twitter.com/yzUS1bWh7F
— hardik pandya (@hardikpandya7) October 25, 2020
সতীর্থ হার্দিকের কীর্তিতে আপ্লুত হয়ে কায়রণ পোলার্ডও হাসি মুখে ড্রেসিংরুমে হাত তুলে সমর্থন জানান।
Hardik Pandya took a knee and raised his hands, Kieron Pollard appreciated this gesture and raised his hands too. pic.twitter.com/PUW61s0RF1
— Mufaddal Vohra (@mufaddal_vohra) October 25, 2020
