
ক্যারিবিয়ান ক্রিকেটার কায়রন পোলার্ড নিজের দেখা সেরা ৫ জন টি-টোয়েন্টি ক্রিকেটারকে বেছে নিলেন। ক্যারিবিয়ান এই ক্রিকেটার বর্তমানে ভারতীয় প্রিমিয়ার লিগে খেলতে ব্যস্ত রয়েছেন। টি-টোয়েন্টি ক্রিকেটে পৃথিবীর অন্যতম সফলতম ক্রিকেটার তিনি। তাই নিজেকেও নিজের পছন্দের তালিকায় রেখেছেন কায়রন পোলার্ড। তিনি আইপিএল ছাড়াও বিভিন্ন দেশের ঘরোয়া লীগ খেলে থাকেন। চলুন দেখে নেওয়া যাক কায়রন পোলার্ড এর চোখে সেরা ৫ টি-টোয়েন্টি ক্রিকেটার কারা-
৫. কায়রন পোলার্ড: নিজেকে এই তালিকার পঞ্চম স্থানে রেখেছেন বিশ্বের অন্যতম সেরা টি-টোয়েন্টি অলরাউন্ডার কায়রন পোলার্ড। তিনি এখনো পর্যন্ত টি-টোয়েন্টি ক্রিকেটে ১০ হাজারের উপরে রান এবং ২৯৮টি উইকেট দখল করেছেন। টি-টোয়েন্টি ক্রিকেটে পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি।
৪. মহেন্দ্র সিং ধোনি: কায়রন পোলার্ডের চোখে ভারতীয় ক্রিকেটের একমাত্র মহেন্দ্র সিং ধোনি এই তালিকায় স্থান পেয়েছেন। বিরাট কোহলি, রোহিত শর্মা কিংবা জসপ্রীত বুমরাহকে সেরা তালিকায় রাখেননি কায়রন পোলার্ড। মহেন্দ্র সিং ধোনি এখনও পর্যন্ত টি-টোয়েন্টি ক্রিকেটে ৬৮৬১ রান করেছেন।
৩. সুনীল নারাইন: ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটার সুনীল নারাইন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেন। এর পাশাপাশি তিনি আইপিএল, বিপিএল, সিপিএল- এর মত টি-টোয়েন্টি খেলে থাকেন সুনীল নারাইন। সাদা বলের এই ক্রিকেটে অন্যতম সেরা সফলতম স্পিনার তিনি।
২. লাসিথ মালিঙ্গা: শ্রীলঙ্কান বিধ্বংসী এই বোলার কায়রন পোলার্ডের সেরা তালিকায় স্থান পেয়েছেন। লাসিথ মালিঙ্গা চলতি বছরে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন। তিনি তার ক্যারিয়ারে মোট ২৯৫টি ম্যাচ খেলে ৩৯০টি উইকেট দখল করেছেন। টি-টোয়েন্টি ক্রিকেট জগতে পেস বোলার হিসেবে অন্যতম সফল বোলার ছিলেন মালিঙ্গা।
১. ক্রিস গেইল: সংক্ষিপ্ত ওভারের খেলায় পৃথিবীর একমাত্র ক্রিকেটার হিসেবে ক্রিস গেইল ১৪ হাজার রানের গণ্ডি পার করেছেন। তাই টি-টোয়েন্টি ফরম্যাটে কোন ব্যাটসম্যানের কথা আসলে অবশ্যই সেখানে নাম থাকবে ক্রিস গেইলের। ক্রিকেট দানব ক্রিস গেইল কায়রন পোলার্ডের পছন্দের তালিকায় প্রথম স্থানে রয়েছেন। বর্তমানে তিনি টি-টোয়েন্টি ফরম্যাটে মোট ১৪২৬১ রান সংগ্রহ করেছেন। এছাড়া ৪২ বছর বয়স্ক ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে দাপিয়ে বেড়ানো ক্রিকেটারদের মধ্যে একমাত্র গেইল উজ্জ্বল নক্ষত্র হয়ে রয়েছেন।
