Connect with us

IPL League

প্লে-অফে উঠে এই খেলোয়াড়ের প্রশংসা করলেন পোলার্ড

Advertisement

গতকালের ম্যাচের আগে পর্যন্ত নিশ্চিত ছিল না কোন দল সবার আগে এবারের আইপিএলের প্লে-অফে উঠবে। শেষপর্যন্ত রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ৫ উইকেটে হারিয়ে প্রথম দল হিসাবে এবারের আইপিএলের প্লে-অফে খেলা কনফার্ম করল মুম্বই ইন্ডিয়ান্স।

এই গুরুত্বপূর্ণ জয়ের পর অধিনায়ক কায়রন পোলার্ড ম্যাচের শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে বলেন, “আমি বিশ্লেষণ করার চেষ্টা করছি। আমি এবি ডেভিলিয়র্সের উইকেট পেয়েছি। আমরা বুমরাহের উপর নির্ভর করে থাকতে পারি না। বরং আমরা চাই যে বাকিরাও এগিয়ে এসে দলে জয়ে যোগদান দিক কারণ এটা একটা টিম গেম। আমরা কিছু উইকেট হারিয়েছি কিন্তু সূর্যকুমার আমাদের ম্যাচের মধ্যে রেখেছে।”

এই ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিস্ফোরক ব্যাটসম্যান সূর্যকুমার যাদব ম্যাচ জেতানো ইনিংস খেলেন। তিনি ১০টি বাউন্ডারি ও ৩টি ওভারবাউন্ডারির সাহায্যে ৪৩ বলে ৭৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। দলকে জেতানোর জন্য শেষপর্যন্ত নটআউট থাকেন। ম্যাচ শেষ হওয়ার পর অধিনায়ক কায়রন পোলার্ড স্কাইয়ের যথেষ্ট প্রশংসা করেছেন।

 

স্কাইকে নিয়ে তিনি বলেন,”ভাবুন, ওই ব্যাটিং পজিশনে কেউ আসছে আর উইকেট পড়া সত্ত্বেও ওই স্ট্রাইকরেটে ব্যাটিং করছে। আমাদের জন্য যেটা জরুরী বিষয় সেটা হল ও আমাদের জন্য নিজের পারফরম্যান্স বজায় রাখতে পারে।” নিজের পারফরম্যান্স নিয়ে পোলার্ডের মন্তব্য,”ব্যক্তিগতভাবে যদি আপনি নিয়মিত ভাল করেন তো নিশ্চিতভাবে পুরস্কার পাবেন। আমি সবসময় সেটাই করেছি যা আমাকে দিয়ে দল করাতে চায়। যদি দল ভালো প্রদর্শন হয় তো আমি খুশি।”

প্লে-অফে কোয়ালিফাই করার পর মুম্বই ইন্ডিয়ানসের পরবর্তী লক্ষ্য লিগ টেবিলে প্রথম দুইয়ের মধ্যে শেষ করা। তাহলে ফাইনালে ওঠার লড়াইয়ে একটি ম্যাচ হারলেও আরেকটি ম্যাচ জিতে ফাইনালে ওঠার সুযোগ রয়েছে তাদের কাছে। মুম্বই ইন্ডিয়ান্সের পরবর্তী ম্যাচ আগামী ৩১ তারিখ দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে।

Advertisement

#Trending

More in IPL League