
মঙ্গলবার মরুশহরে আইপিএলের ইতিহাসে টানা দু’টি ম্যাচে সেঞ্চুরির বিরল নজির গড়লেন শিখর ধাওয়ান। ৬১ বলে অপরাজিত ১০৬ রানের ইনিংস নিয়ে তাঁর প্রতিক্রিয়া, ”রেকর্ডের ব্যাপারটা জানতাম না। আমি কিন্তু সব সময় ইতিবাচক চিন্তা নিয়েই খেলি। আজও রান করাই একমাত্র লক্ষ্য ছিল। পিচ নিয়ে মাথা ঘামাইনি। কখনও আউট হওয়ার ভয় পাইনি, শুরু থেকে সাহস নিয়ে খেলেছি।”
এই ম্যাচে ২৮ বলে ৫৩ রানের ঝোড়ো ইনিংস খেলেন নিকোলাস পুরান। যে রান করতে গিয়ে তিনি ৬টি বাউন্ডারি ও ৩টি ওভারবাউন্ডারি মারেন। যে ইনিংস নিয়ে পুরানের মন্তব্য, ”নিজের খেলায় দারুণ খুশি। ইচ্ছে ছিল অপরাজিত থেকে দলকে জয় উপহার দেব। পারলাম না বলে খারাপ লেগেছে। এই আগ্রাসী ক্রিকেটটাই আমি ধরে রাখতে চাই।” তাঁর দুরন্ত ইনিংসের পরেও দলের হার নিয়ে শিখরের মন্তব্য, ”হারলেও ছেলেরা তো ভালই খেলছে। ভাল লাগছে ধারাবাহিক ভাবে রান পাচ্ছি বলে। আশা করি, পরের ম্যাচে দল আবার জয়ের সরণিতে ফিরবে।’
কিংস ইলেভেন পঞ্জাব অধিনায়ক কেএল রাহুল অবশ্য উচ্ছ্বসিত গ্লেন ম্যাক্সওয়েলকে নিয়েও। বলেছেন, গ্লেনের মতো ‘টিমম্যান’ পাওয়া খুব কঠিন। আর ম্যাক্সওয়েলের নিজের যাবতীয় উচ্ছ্বাস মহম্মদ শামিকে নিয়ে। তাঁর কথায়, এ বারের আইপিএলে শামির মতো ইয়র্কার আর কেউ দিতে পারছেন না।
