
এবার খারাপ আম্পায়ারিংয়ের জন্য অনফিল্ড আম্পায়ারকে জমির সমালোচনা করলেন ক্রিকেটপ্রেমীরা। গতকাল আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে মাঠে নেমেছিল চেন্নাই সুপার কিংস। চেন্নাইয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে ফের আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুললেন ক্রিকেটপ্রেমীরা। গতকাল টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে প্রথম ওভারেই দুই উইকেট হারায় চেন্নাই সুপার কিংস। প্রথম ওভারের দ্বিতীয় বলেই এলবিডব্লিউ হন চেন্নাইয়ের ওপেনিং ব্যাটসম্যান কনওয়ে। বোলার ড্যানিয়েল স্যামস এলবিডব্লিউ-এর জন্য আবেদন জানালে আউট দিয়ে দেন ফিল্ড আম্পায়ার।
তবে পরে রিভিউতে দেখা যায় ডেভন কনওয়ে আউটই ছিলেন না। লেগ স্টাম্প ছেড়ে বল বের হয়ে গিয়েছিল। তবু তাঁকে সাজঘরে ফিরতে হয়। বিদ্যুৎ বিভ্রাটের কারণে ডিআরএস নিতে পারেননি কনওয়ে। যার কারণে আউট না হওয়া সত্ত্বেও সাজঘরে ফিরতে হয় কনওয়েকে। দুর্ভাগ্যের শিকার হন তিনি। আম্পায়ারের ভুল সিদ্ধান্তে মাঠের মধ্যে দাঁড়িয়ে বিরোধিতা করেন ঋতুরাজ গায়কোয়াড়। এমনকি মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মাও সেই ঝামেলায় যোগ দেন। অথচ পরে রিভিউতে স্পষ্ট দেখা যায় বল লেগ স্টাম্প ছেড়ে চলে গিয়েছে।
So the world's greatest T20 tournament can't afford DRS because of Powercut? It's missing stumps even in normal vision. Ambani Indians has made deal with Umpires!? #IPL2022 #Umpiring @ICC #CSKvMI pic.twitter.com/jKNjDjS9kL
— OHO Memes (@OhoMemes) May 12, 2022
অবশেষে চেন্নাইয়ের ইনিংসের প্রথম দশটি বল শেষে DRS সিস্টেম চালু করতে সক্ষম হয় গ্রাউন্ড স্টাফরা। তবে প্রথমে ব্যাটিং করতে নেমে তাসের ঘরের মতো ভেঙে পড়ে চেন্নাই সুপার কিংসের ব্যাটিং অর্ডার। প্রথম ওভারেই ২ উইকেট হারিয়ে রীতিমত দিশেহারা হয়ে পড়ে মহেন্দ্র সিং ধোনির দল। এরপর মাত্র ১৬ ওভার পর্যন্ত ব্যাটিং করতে সক্ষম হয় চেন্নাই। মুম্বাইয়ের বিধ্বংসী বোলিংয়ের সামনে সবকটি উইকেট হারিয়ে শেষ পর্যন্ত মাত্র ৯৭ রান সংগ্রহ করতে সক্ষম হয় চেন্নাই সুপার কিংস। দলের হয়ে সর্বোচ্চ ৩৬ রানের অপরাজিত ইনিংস খেলেন মহেন্দ্র সিং ধোনি।
