Connect with us

IPL League

মোটা অর্থ বিনিয়োগ করে শাহরুখ খানকে কিনে নিল প্রীতির পাঞ্জাব কিংস

  • by

Advertisement

আইপিএল ২০২১ এ প্রীতি জিন্টার দল পাঞ্জাব কিংসে খেলতে দেখা যাবে শাহরুখ খানকে। হ্যাঁ আপনি নামটা ঠিকই পরেছেন। তবে এই শাহরুখ খান হলেন তামিলনাড়ুর বিধ্বংসী ব্যাটসম্যান। ২০২১ এ যে সকল ভারতীয় ক্রিকেটারদের উপর নজর ছিল, তাদের মধ্যে এই তরুণ ছিলেন অন্যতম। শাহরুখ ছাড়াও নিলামে প্রীতির পঞ্জাব কিংস চমকের পর চমক দিয়েছে ভক্তদের। ১৬.২৫ কোটি টাকা বিনিয়োগ আইপিএলের ইতিহাসে সর্বাধিক দামি ক্রিকেটার হিসেবে অল-রাউন্ডার ক্রিস মরিসকে দলে নিয়েছে এই ফ্রাঞ্চাইসি। এছাড়া দুই অজি ফাস্ট বোলার ঝাই রিচার্ডসন(১৪ কোটি) এবং রিলে মেরেডিথকে(৮ কোটি) দলে যুক্ত করে বোলিংশক্তি বাড়িয়ে নিয়েছে প্রীতির দল।

কেএল রাহুলের দল বৃহস্পতিবার চেন্নাইয়ে অনুষ্ঠিত আইপিএল ২০২১ নিলামে তামিলনাড়ুর এই ব্যাটসম্যানকে ৫.২৫ কোটি টাকায় কিনে নেয়। শাহরুখ খানকে নিয়ে পাঞ্জাব কিংস এবং দিল্লি ক্যাপিটালস মধ্যে একটি নিলাম যুদ্ধ শুরু হয়। শেষ অবধি ২০ লাখ রুপি বেস প্রাইস থেকে উঠে আসেন ৫.২৫ কোটিতে। পাঞ্জাব কিংসের অবশ্যই মিডল অর্ডারে একটি বড় হিটার প্রয়োজন ছিল, আর তার জন্য তাঁরা পরিচিত তামিলনাড়ুর এই ব্যাটসম্যানের প্রতি আস্থা দেখিয়েছে।

শাহরুখ খানের পরিচয়ঃ

শাহরুখ খান ২৫ বছর বয়সী একজন বড় ব্যাটসম্যান যিনি চেন্নাই থেকে এসেছেন। তিনি জুনিয়র পর্যায়ে সাঁতার চ্যাম্পিয়ন ছিলেন। শাহরুখ খান ২০১২ সালের শুরুতে শিরোনামে আসেন। তিনি জুনিয়র চেন্নাই সুপার কিংস টুর্নামেন্ট উদ্বোধনী সংস্করণে একজন উজ্জ্বল প্রতিভা ছিলেন। শাহরুখ ২০১৮ সালে সৈয়দ মুশতাক আলী ট্রফিতে তামিলনাড়ুর হয়ে 18 বছর বয়সে তার টি২০ অভিষেক হয়। সেমিফাইনালে ২৫ বছরের শাহরুখ ১৯ বলে ঝোড়ো ৪০ রানের ইনিংস খেলেন আর তাঁর কাঁধে ভর করেই ফাইনালে যায় তামিলনাড়ু। তামিলনাড়ুর ঘরোয়া ক্রিকেটে ৩১টি টি২০ ম্যাচে এখনও অবধি ২৯৩ রান করেছেন এই তরুণ ক্রিকেটার । এছাড়া তামিলনাড়ুর হয়ে ৫টি ফার্স্ট ক্লাস ম্যাচও খেলেছেন তিনি।

Advertisement

#Trending

More in IPL League