
দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে আজ আইপিএলের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও চেন্নাই সুপার কিংস। লিগ টেবিলে সবার শেষে থাকা সিএসকের বিরুদ্ধে আরসিবির লড়াইটার সেরকম গুরুত্ব নেই। এই ম্যাচে জিতলে মুম্বই ইন্ডিয়ান্সকে সরিয়ে লিগ শীর্ষে উঠবে বিরাট কোহলির দল।
শেষ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে ৮ উইকেটে উড়িয়ে দিয়ে দারুণ ফর্মে রয়েছে আরসিবি। কেকেআর ম্যাচে দলের বোলাররা দুরন্ত পারফরম্যান্স করেছিল। বিশেষ করে মহম্মদ সিরাজ। তাই আজ আরসিবির বোলারদের লক্ষ্য থাকবে যত কম রানে চেন্নাইয়ের ভঙ্গুর ব্যাটিং লাইন-আপ কে আটকে রাখা যায়। তবে আরসিবির ব্যাটিং লাইন-আপ বোলিংয়ের মোট অতটা ধারালো নয়। ওপেনিংয়ে দেবদূত পাডিক্কল, এ বি ডিভিলিয়ার্স এবং বিরাট কোহলি ছাড়া আর কেউ সেভাবে রান করতে পারছেন না। তাই চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে বাকী ব্যাটসম্যানদের থেকেও বড় রানের লক্ষ্যে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
পরপর ম্যাচ হেরে আত্মবিশ্বাসের তলানিতে চলে যাওয়া সিএসকের এত খারাপ অবস্থা কোনো আইপিএলে হয়নি। দলের বোলিং মোটামুটি হলেও ব্যাটিংয়ের অবস্থা শোচনীয়। টপ অর্ডার ব্যর্থ, মিডিল অর্ডার যদিও অল্প কিছু রান করছে। তাই চেন্নাই সুপার কিংসের আজ লক্ষ্য থাকবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে সান্ত্বনার জয় পেয়ে সমর্থকদের খুশি করা।
একনজরে দেখে নিন এই ম্যাচের আগে দু’দলের সম্ভাব্য প্রথম একাদশ
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু : অ্যারন ফিঞ্চ, দেবদূত পাডিক্কল, বিরাট কোহলি (অধিনায়ক), এ বি ডিভিলিয়ার্স (উইকেটরক্ষক), গুরখিরাত সিং ম্যান, ক্রিস মরিস, ওয়াশিংটন সুন্দর, ইসুরু উদানা, নভদীপ সাইনি, মহম্মদ সিরাজ, যুজবেন্দ্র চাহাল।
চেন্নাই সুপার কিংস : ঋতুরাজ গায়কোয়ার, ফ্যাফ ডু প্লেসিস, আম্বাতি রায়ডু, এন জগদীশন, এম এস ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, স্যাম করণ, দীপক চাহার, শার্দুল ঠাকুর, ইমরান তাহির, জশ হ্যাজেলউড।
