
আজ আইপিএলের আরো একটি গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে নামছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও সানরাইজার্স হায়দরাবাদ। শেষ দুই ম্যাচের মধ্যে আরসিবি দুটোতে হারলেও হায়দরাবাদ তাদের শেষ ম্যাচে দিল্লি ক্যাপিটালস কে উড়িয়ে দিয়ে প্লে-অফের আশা জিইয়ে রেখেছে। আজ আরসিবি জিতে গেলেই তারা প্লে-অফে কোয়ালিফাই করবে। তবে হায়দরাদকে কোয়ালিফাই করার আশা বাঁচিয়ে রাখতে গেলে আজ জয় ছাড়া উপায় নেই।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এবারের আইপিএলের প্রধান সমস্যা ব্যাটিং। দেবদূত পাড়িক্কল, বিরাট কোহলি এবং এবি ডিভিলিয়ার্স ছাড়া আর কেউ রান করতে পারছে না। তবে তাদের বোলিং অনেকটাই স্ট্রং। পেস বিভাগে ক্রিস মরিস, নবদীপ সাইনি, মহম্মদ সিরাজের পাশাপাশি স্পিন বিভাগে ওয়াশিংটন সুন্দর ও যুজবেন্দ্র চাহাল রয়েছে। তাই আজকেই প্লে-অফে কোয়ালিফাই করতে হলে ব্যাটিং এবং বোলিং দুই বিভাগেই সেরাটা দিতে হবে।
আরসিবির প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদের ব্যাটিং সেরকম ক্লিক না করলেও বোলিং আক্রমণ সেরা। তবে শেষ ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ভাল ব্যাটিং দেখিয়েছে হায়দরাবাদ। বিগত ম্যাচগুলোতে সেভাবে ঝড় তুলতে না পারা ডেভিড ওয়ার্নার হায়দরাবাদের বিরুদ্ধে নিজের জাত চিনিয়েছেন। সুযোগ পেয়ে ঋদ্বিমান সাহা দেখিয়ে দিয়েছেন তিনি শুধু ভাল উইকেটরক্ষক নন ভাল ব্যাটসম্যান ও। ব্যাটিংয়ে অভিজ্ঞতার দাম দিয়েছেন মনীশ পান্ডে। বোলিং বিভাগে পেসারদের মধ্যে সন্দীপ শর্মা, টি নটরাজন জেসন হোল্ডার ভাল বল করছেন। স্পিন বিভাগে সেরা ফর্মে রয়েছেন আফগান তারকা স্পিনার রাশিদ খান। রাশিদ খানের বল সামলাতে বিপক্ষ দলের ব্যাটসম্যানদের ঘুম উড়ে যাচ্ছে। শাহবাজ নাদিম ও ভাল বল করছেন। এই ফর্ম ধরে রেখেই আজ আরসিবির বিরুদ্ধে ২ পয়েন্ট পেয়ে প্লে-অফে কোয়ালিফাই করার আশা বাঁচিয়ে রাখতে চায় সানরাইজার্স হায়দরাবাদ।
একনজরে দেখে নেওয়া যাক দু দলের সম্ভাব্য প্রথম একাদশ :
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু :
দেবদূত পাড়িক্কল, জোসুয়া ফিলিপ, বিরাট কোহলি (অধিনায়ক), এবি ডিভিলিয়ার্স (উইকেটরক্ষক), গুরখিরত সিং ম্যান, ওয়াশিংটন সুন্দর, ক্রিস মরিস, ইসুরু উদানা, নবদীপ সাইনি, মহম্মদ সিরাজ, যুজবেন্দ্র চাহাল
সানরাইজার্স হায়দরাবাদ :
ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), মনীশ পান্ডে, কেন উইলিয়ামসন, আব্দুল সামাদ, বিজয় শঙ্কর, জেসন হোল্ডার, রাশিদ খান, সন্দীপ শর্মা, শাহবাজ নাদিম, টি নটরাজন
