
আজ আইপিএলের আরো একটি গুরুত্বপূর্ণ ম্যাচ। মুখোমুখি হচ্ছে দিল্লি ক্যাপিটালস ও সানরাইজার্স হায়দরাবাদ। দিল্লি হায়দরাবাদকে হারাতে পারলে প্রথম দল হিসাবে এবারের আইপিএলের প্লে-অফে খেলার যোগ্যতা অর্জন করবে। আর হায়দরাবাদ যদি এই ম্যাচটা যেতে প্লে-অফে ওঠার সম্ভাবনা বাঁচিয়ে রাখবে তারা।
দিল্লি ক্যাপিটালস এবারের আইপিএলে ভাল খেললেও শেষ দুই ম্যাচে দুটোতেই হেরে যাওয়া তাদের কিছুটা চিন্তায় রেখেছে। আরো একটা বড় চিন্তা শিখর ধাওয়ান, শ্রেয়াস আইয়ার ও মার্কাস স্টোইনিস ছাড়া আর কেউ রান পাচ্ছে না। অভিজ্ঞ অজিঙ্কে রাহানে এবং তরুণ তারকা ঋষভ পন্থের ব্যাট থেকে সেরকম রান আসছে না। ওয়েস্ট ইন্ডিজের হার্ড হিটার ব্যাটসম্যান সিমরন হেটমায়ারের ব্যাটেও রান নেই। তবে দলের ব্যাটিংয়ের তুলনায় বোলিং অনেকটাই ভাল। দুরন্ত ফর্মে রয়েছেন দুই পেসার এনরিচ নর্টজে ও কাগিসো রাবাদা। নর্টজে যেখানে ১০ ম্যাচে ১৪টি উইকেট নিয়েছেন রাবাদা সেখানে ১১ ম্যাচে ২৩টি উইকেট পেয়েছেন। ভাল ফর্মে রয়েছেন মিডিয়াম পেসার মার্কাস স্টোইনিস। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে মার খেলেও বাকী ম্যাচগুলোতে ইকনমিক বল করেছেন রবীচন্দ্রন অশ্বিন। অক্ষর প্যাটেলের স্পিন বোলিং ও যথেষ্ট এফেকটিভ।
সানরাইজার্স হায়দরাবাদ এই মুহূর্তে ১১ ম্যাচে ৮ পয়েন্ট সংগ্রহ করে সপ্তম স্থানে রয়েছে। তাই তাদের প্লে-অফে কোয়ালিফাই করতে গেলে বাকী তিনটে ম্যাচ জিততেই হবে। তারপর তাকিয়ে থাকতে হবে বাকী দলগুলোর পারফরম্যান্সের ওপর। যদিও অতীতে এরকম ইতিহাস সৃষ্টি করেছে তারা। ২০১৬ আইপিএলে ৫ দিনের ব্যবধানে ৩টি ম্যাচ জেতা বা ২০১৯ আইপিএলে ১২ পয়েন্ট পেয়ে প্লে-অফে কোয়ালিফাই করা সবই করেছে এই দলটিই।
এবারের আইপিএল প্রসঙ্গে এলে সানরাইজার্সের সবথেকে চিন্তার কারণ তাদের ব্যাটিং। কোনো ব্যাটসম্যানই ধারাবাহিকভাবে ভাল ব্যাট করতে পারছে না। যদিও বিজয় শঙ্কর ও মনীশ পান্ডে কিছুটা চেষ্টা করছেন। কেন উইলিয়ামসনকে রোজ প্রথম একাদশে দেখা যাচ্ছে না। ডেভিড ওয়ার্নারের ব্যাটে সেই ঝাঁঝটা পাওয়া যাচ্ছে না। তবে তাদের বোলিং যথেষ্ট ভাল। ভুবনেশ্বর কুমার চোট পেয়ে আইপিএল থেকে ছিটকে গেলেও সন্দীপ শর্মা, টি নটরাজন এরা ভাল বল করছেন। বিজয় শঙ্কর ও জেসন হোল্ডার আসার পর বোলিং বিভাগে আরো শক্তিশালী হয়েছে। এই টিম নিয়েই আজ ২ পয়েন্ট পেয়ে আইপিএলের প্লে-অফের দৌড়ে টিকে থাকার লড়াইয়ে নামছে হায়দরাবাদ।
একনজরে দেখে নেওয়া যাক দু দলের সম্ভাব্য প্রথম একাদশ :
দিল্লি ক্যাপিটালস :
অজিঙ্কে রাহানে, শিখর ধাওয়ান, শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেটরক্ষক), শিমরন হেটমায়ার, মার্কাস স্টোইনিস, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, কাগিসো রাবাদা, এনরিচ নর্টজে এবং তুষার দেশপান্ডে
সানরাইজার্স হায়দরাবাদ :
ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), জনি বেয়ারস্টো (উইকেটরক্ষক), মনীশ পান্ডে, বিজয় শঙ্কর, জেসন হোল্ডার, প্রিয়ম গর্গ, অভিষেক শর্মা/আব্দুল সামাদ, রাশিদ খান, খলিল আহমেদ, সন্দীপ শর্মা এবং টি নটরাজন।
