
আজকের দ্বিতীয় খেলায় পরস্পরের মুখোমুখি হতে চলেছে পাঞ্জাব কিংস এবং সানরাইজ হায়দ্রাবাদ। দুটি দল বিগত ম্যাচে পরাজিত হয়ে আজকের খেলায় মুখোমুখি হতে চলেছে। বর্তমানে সেরা চারের লড়াই থেকে বেরিয়ে গেছে এই দুটি দল। বর্তমানে পাঞ্জাব কিংস ৯ ম্যাচ খেলে ৬ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট তালিকার সপ্তম স্থানে রয়েছে। অন্যদিকে সানরাইজ হায়দ্রাবাদ ৮ ম্যাচ খেলে মাত্র ২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় অষ্টম স্থানে রয়েছে। যেখান থেকে সেরা চারে প্রবেশ করা আর কোনভাবে সম্ভব নয় এই দুটো দলের জন্য। পাঞ্জাব কিংস বিগত ম্যাচে মাত্র দু রানের ব্যবধানে পরাজিত হয়েছিল রাজস্থান রয়েলসের কাছে। যেখানে শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় ৪ রান তুলতে অক্ষম হয় পাঞ্জাব কিংস।
এবারের আইপিএলে মোটেই ছন্দে ফিরতে পারেনি উইলিয়ামসনের সানরাইজ হায়দ্রাবাদ। একের পর এক ম্যাচে ব্যর্থ হয়েছে তারা। প্রথম চারে না থাকলেও আজকের ম্যাচে নিশ্চয়ই খেলায় ফিরতে চাইবে সানরাইজ হায়দ্রাবাদ। এদিকে সানরাইজ হায়দ্রাবাদের অন্যতম সেরা পেচ বোলার টি নটরাজন বর্তমানে আইসোলেশনে রয়েছেন। তাছাড়া তার সাথে অন্যতম সেরা অলরাউন্ডার বিজয় শংকর সহ একাধিক সদস্য রয়েছে আইসোলেশনে। এই মৌসুমে আর মাঠে নামতে পারবেন না সানরাইজ হায়দ্রাবাদের টি নটরাজন। অন্যদিকে পাঞ্জাব কিংস আজকের ম্যাচে জয়লাভ করে একটি সম্মানজনক স্থানে দাঁড়াতে চাইবে। সেরা চারে প্রবেশ করতে না পারলেও কিছুটা এগিয়ে থাকতে চাইবে তারা।
উল্লেখ্য, গতকাল রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর এবং চেন্নাই সুপার কিংসের মধ্যে ম্যাচে চেন্নাই সুপার কিংস ৬ উইকেটের ব্যবধানে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরকে পরাজিত করে বর্তমানে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে। বলতে গেলে ইতিমধ্যে তারা সেরা চারে নিজেদের স্থান পাকা করে নিয়েছে।
সানরাইজ হায়দ্রাবাদ সম্ভাব্য একাদশ: ডেভিড ওয়ার্নার, ঋদ্ধিমান সাহা (wk), কেন উইলিয়ামসন (c), মনীশ পান্ডে, কেদার যাদব, জেসন হোল্ডার, আবদুল সামাদ, রশিদ খান, ভুবনেশ্বর কুমার, সন্দীপ শর্মা ও খলিল আহমেদ।
পাঞ্জাব কিংসের সম্ভাব্য একাদশ: কে এল রাহুল (c & wk), মায়াঙ্ক আগরওয়াল, এইডেন মার্করাম, নিকোলাস পুরান, দীপক হুডা, ফ্যাবিয়ান অ্যালেন, ক্রিস জর্ডান, হরপ্রীত ব্রার, আরশদীপ সিং, মোহাম্মদ শামি ও রবি বিষ্ণোই।
