
দিল্লি ক্যাপিটালস কে হারিয়ে শুধুমাত্র এবারের আইপিএলে জয়ের হ্যাটট্রিক করল না কিংস ইলেভেন পাঞ্জাব এর পাশাপাশি প্লে অফের আশা জিইয়ে রাখল। এদিন ব্যর্থ হল শিখর ধাওয়ানের শতরান।
দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে মুম্বই ইন্ডিয়ান্স সংগ্রহ করে ১৬৪-৫। দলের হয়ে একাই ৬১ বলে ১০৬ রানের অপরাজিত ইনিংস খেলেন শিখর ধাওয়ান। বাকী ব্যাটসম্যানদের মধ্যে আর কেউ দাঁড়াতেই পারেনি।
রান তাড়া করতে নেমে ১৯ ওভারে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় পাঞ্জাব। ক্রিস গেইল করেন ১৩ বলে ২৯ রান। নিকোলাস পোরানের সংগ্রহ ২৮ বলে ৫৩ রান। ২৪ বলে ৩২ রান করেন গ্লেন ম্যাক্সওয়েল।
