
দিনের দ্বিতীয় খেলায় পরস্পরের মুখোমুখি হয়েছে পাঞ্জাব কিংস এবং সানরাইজ হায়দ্রাবাদ। দুটি দল বিগত ম্যাচে পরাজিত হয়ে আজকের খেলায় মুখোমুখি হতে হয়েছে। বর্তমানে সেরা চারের লড়াই থেকে বেরিয়ে গেছে এই দুটি দল। বর্তমানে পাঞ্জাব কিংস ৯ ম্যাচ খেলে ৬ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট তালিকার সপ্তম স্থানে রয়েছে। অন্যদিকে সানরাইজ হায়দ্রাবাদ ৮ ম্যাচ খেলে মাত্র ২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় অষ্টম স্থানে রয়েছে। যেখান থেকে সেরা চারে প্রবেশ করা আর কোনভাবে সম্ভব নয় এই দুটো দলের জন্য। পাঞ্জাব কিংস বিগত ম্যাচে মাত্র ২ রানের ব্যবধানে পরাজিত হয়েছিল রাজস্থান রয়েলসের কাছে। কিন্তু আজকের দিনের প্রথম খেলায় দিল্লি ক্যাপিটালসের কাছে ৩৩ রানের ব্যবধানে পরাজিত হয়েছে রাজস্থান রয়েলস।
যদিও ২০২১ আইপিএলে মোটেই ছন্দে ফিরতে পারেনি কেন উইলিয়ামসনের সানরাইজ হায়দ্রাবাদ। একের পর এক ম্যাচে ব্যর্থ হয়েছে তারা। প্রথম চারে না থাকলেও আজকের ম্যাচে কিছুটা ছন্দে ফিরতে চেয়েছে সানরাইজ হায়দ্রাবাদ। যদিও সানরাইজ হায়দ্রাবাদের অন্যতম সেরা পেচ বোলার টি নটরাজন বর্তমানে করোনা আক্রান্ত হয়ে আইসোলেশনে রয়েছেন। তাছাড়া তার সাথে অন্যতম সেরা অলরাউন্ডার বিজয় শংকর সহ একাধিক সদস্য রয়েছে আইসোলেশনে। এই মৌসুমে আর মাঠে নামতে পারবেন না সানরাইজ হায়দ্রাবাদের টি নটরাজন। অন্যদিকে পাঞ্জাব কিংস দলে আজকের ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন ক্রিকেট দানব ক্রিস গেইল।
আজ আইপিএলের ৩৭ তম ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় সানরাইজ হায়দ্রাবাদ। আর সেখানেই সাফল্য খুঁজে পান সানরাইজ হায়দ্রাবাদ এর অধিনায়ক কেন উয়িলিয়ামসন। সানরাইজ হায়দ্রাবাদের আহবানে প্রথমে ব্যাটিং করতে নামে কে এল রাহুলের পাঞ্জাব কিংস। কিন্তু আজকের ম্যাচের ওপেনিং জুটিতে দলের জন্য তেমন কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেনি পাঞ্জাব কিংস। ওপেনিং ব্যাটসম্যান কে এল রাহুল মাত্র ২০ রানে জেসন হোল্ডারের বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন। দলের জন্য সর্বোচ্চ রান করেছেন এইডেন মার্করাম। তিনি ব্যক্তিগত ২৭ রান সংগ্রহ করেন।
দীর্ঘ বিরতির পর সানরাইজ হায়দ্রাবাদ আজকের ম্যাচে কিছুটা ছন্দে ফিরেছে। দলের হয়ে জেসন হোল্ডার ব্যক্তিগত তিনটি উইকেট দখল করেন। এছাড়া আব্দুল সামাদ, খলিল আহমেদ, রশিদ খানএবং ভুবনেশ্বর কুমার একটি করে উইকেট দখল করেন। সানরাইজ হায়দ্রাবাদের বোলারদের বোলিংয়ের সামনে মাত্র ১২৫ রানে গুটিয়ে যায় পাঞ্জাব কিংসের ইনিংস। বিরতি শেষে সানরাইজ হায়দ্রাবাদ ১২৬ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাটিং করতে নামবে।
