
সেরা চারে ওঠার মরণ বাঁচার লড়াইয়ে আজ মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স এবং পাঞ্জাব কিংস। আজকের ম্যাচ নির্ণয় করবে কে সেরা চারের লড়াইয়ে টিকে থাকবে। কলকাতা নাইট রাইডার্স বর্তমানে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে রয়েছে। অন্যদিকে পাঞ্জাব কিংস ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ষষ্ঠ স্থানে রয়েছে। আজকের ম্যাচে দুই দলের সমসংখ্যক খেলা শেষ হবে। অর্থাৎ আজকের ম্যাচে যদি পাঞ্জাব কিংস জয়লাভ করে তাহলে একই সংখ্যক ম্যাচ খেলে কলকাতার সাথে পয়েন্ট টেবিলের একই পর্যায়ে অবস্থান করবে দুটি দল। সেক্ষেত্রে পরবর্তী খেলা গুলির উপর নির্ভর করে সেরা চারের লড়াই করবে এই দুই দল। ভারতের প্রাক্তন ক্রিকেটার তথা বর্তমানে অন্যতম জনপ্রিয় ধারা ভাষ্যকার আকাশ চোপড়া আজকের ম্যাচের সেরা সম্ভাব্য একাদশ বেছে নিয়েছেন।
আকাশ চোপড়া দুই দলে একাধিক পরিবর্তন করেছেন তার পছন্দের একাদশে। তিনি পাঞ্জাব কিংসের প্রথম একাদশ থেকে ক্রিস গেইলকে আজকের ম্যাচে বসিয়ে রেখেছেন। তিনি সেখানে মায়ানক আগারওয়ালকে দলে অন্তর্ভুক্ত করেছেন। ওপেনিং জুটিতে কে এল রাহুল এবং মায়ানক আগারওয়ালকে দেখতে চান আকাশ চোপড়া। এছাড়া কলকাতা নাইট রাইডার্স শিবির থেকে দুটি ক্রিকেটার পরিবর্তন করার কথা বলেছেন আকাশ চোপড়া। তিনি টিম সাউদির স্থানে প্রসিদ কৃষ্ণা এবং সুনীল নারাইনের স্থানে সাকিব আল হাসানের নাম অন্তর্ভুক্ত করেছেন। দেখে নেওয়া যাক আজকের ম্যাচে আকাশ চোপড়ার পছন্দের একাদশ কেমন হতে চলেছে-
কলকাতা নাইট রাইডার্স: শুভমান গিল, ভেঙ্কটেশ আইয়ার, নীতিশ রানা, রাহুল ত্রিপাঠি, ইয়ন মরগান (c), দীনেশ কার্তিক (wk), সাকিব আল হাসান/সুনীল নারাইন, লকি ফার্গুসন, বরুণ চক্রবর্তী, সন্দীপ ওয়ারিয়র, প্রসিদ কৃষ্ণা।
পাঞ্জাব কিংস: কেএল রাহুল (c এবং wk), মায়াঙ্ক আগরওয়াল, মনদীপ সিং, এইডেন মার্করাম, নিকোলাস পুরান, দীপক হুডা, হরপ্রীত ব্রার, আরশদীপ সিং, মোহাম্মদ শামি, রবি বিষ্ণোই, নাথান এলিস।
