
গতকাল আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে রাজস্থান রয়্যালস আর কিংস ইলেভেন পাঞ্জাব্দ দল মুখোমুখি হয়েছিল। যেখানে টস জিতে স্টিভ স্মিথ প্রথমে বল করার সিদ্ধান্ত নেন। এরপর কিংস ইলেভেন পাঞ্জাব দল ২০ ওভারে ১৮৫ রান করে। যে লক্ষ্য তাড়া করতে নেমে রাজস্থান রয়্যালসের দল ৭ উইকেট হাসিল করে নেয়। সেই সঙ্গে রাজস্থান রয়্যালস দুটি গুরুত্বপূর্ণ পয়েন্টসও অর্জন করে নেয় এই ম্যাচ। শুধু তাই নয়, এই ম্যাচ জিতে প্লে-অফে ওঠার আশাও জিইয়ে রাখল স্টিভ স্মিথের রাজস্থান রয়্যালস দলটি।
টস হারা আমাদের জন্য এই ম্যাচে খারাপ হয়েছে
কিংস ইলেভেন পাঞ্জাবের অধিনায়ক কেএল রাহুল ম্যাচ শেষ হয়ে যাওয়ার পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শিশিরকে নিজের দলের হারের একটা বড় কারণ মেনেছেন। এই প্রসঙ্গে তিনি বলেন, সতভাবে বললে, টস হারা আমাদের জন্য এই ম্যাচে ভীষণ খারাপ থেকেছে। পরে ব্যাটিং করা ভীষণই সহজ হয়ে গিয়েছিল। দ্বিতীয় হাফে যথেষ্ট শিশির ছিল আর এতে বোলারদের জন্য বল ধরা সামান্য মুশকিল হয়ে গিয়েছিল। যখন আপনি দুটি লেগ স্পিনারের সঙ্গে খেলেন, যেমনটা আমরা খেলি তো এটা ব্যাপারগুলোকে কঠিন করে দেয়”।
পাঞ্জাবের পরবর্তী ম্যাচ চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। শেষ দুই ম্যাচে জয় পাওয়া সিএসকের বিরুদ্ধে তারা কেমন পারফরম্যান্স করে সেদিকে নজর থাকবে সবার।
