
গতকাল আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলতে নেমেছিল সানরাইজ হায়দ্রাবাদ। যেখানে সানরাইজ হায়দ্রাবাদের সামনে চলতি আইপিএলে প্রথম পরাজয় স্বীকার করতে হয়েছে গুজরাট টাইটান্সকে। তবে সানরাইজ হায়দ্রাবাদের মিডল অর্ডারের ব্যাটসম্যান রাহুল ত্রিপাঠী অনবদ্য ক্যাচ ধরে রীতিমত ভাইরাল হয়েছেন সোশ্যাল মিডিয়ায়। ক্রিকেটপ্রেমীদের দ্বারা দাবি করা হচ্ছে, চলতি আইপিএলে এখনো পর্যন্ত রাহুল ত্রিপাঠীর ওই ক্যাচটি সেরার সেরা আসন দখল করে নিয়েছে।
গতকাল গুরুত্বপূর্ণ ম্যাচে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন হায়দ্রাবাদের অধিনায়ক কেন উইলিয়ামসন। শুরুতেই ভুবনেশ্বর কুমার বড় ঝটকা দিয়ে বিপদে ফেলেন গুজরাট টাইটান্সকে। নিজের প্রথম ওভারে ১৬ রান খরচ করলেও দ্বিতীয় ওভারে হায়দ্রাবাদের জন্য প্রথম উইকেট তুলে নেন ভুবনেশ্বর কুমার। তবে ওই উইকেটের ক্ষেত্রে বোলারের থেকে ফিল্ডারের গুরুত্ব বেশি বলে মনে করছেন ক্রিকেটপ্রেমীরা। নিজের বাঁ হাতে ফ্লাইং করে ক্যাচ তালুবন্দি করে রাতারাতি ভাইরাল রাহুল ত্রিপাঠী।
SPECTACULAR: Rahul Tripathi’s one-handed wonder https://t.co/HFgPCwpoLX
— Jhuma Kar (@JhumaKar14) April 11, 2022
গতকাল গুজরাট ইনিংসের ২.২ ওভারে ভুবনেশ্বর কুমারের ফুল লেন্থ বলে কভার বাউন্ডারিতে পাঠানোর উদ্দেশ্যে জোরালো শট নেন গিল। চলতি আইপিএলে বিধ্বংসী মেজাজে ব্যাটিং করছেন ভারতীয় ক্রিকেটার। গতকাল তার ঝলক দেখানো শুরু করেছিলেন শুভমান গিল। ভুবনেশ্বর কুমারের বিরুদ্ধে জোরালো শট খেলতে গিয়ে শুভমান গিলে ব্যাটে বল লেগে হাওয়ায় ভেসে যায়। ৩০ গজের বৃত্তের ভিতরে ফিল্ডিং করা রাহুল বাঁ-দিকে শরীর ছুঁড়ে(বলতে গেলে উড়ে গিয়ে) একহাতে দুর্দান্ত ক্যাচ ধরেন। ব্যক্তিগত ৭ রানের মাথায় সাজঘরে ফিরতে হয় গিলকে। রাহুল ত্রিপাঠীর অনবদ্য সেই ক্যাচটির ভিডিও রীতিমতো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। উল্লেখ্য, গতকাল গুজরাটকে ৮ উইকেটে পরাজিত করে সানরাইজ হায়দ্রাবাদ।
