Connect with us

Cricket News

IPL 2022: আকাশচুম্বী দামে লখনউ-এর দায়িত্বে রাহুল, আমেদাবাদ সামলাবেন শ্রেয়াস আইয়ার

Advertisement

ভারতীয় প্রিমিয়ার লিগের ১৫ তম আসরে ভারতীয় ক্রিকেট বোর্ড আরও দুটি নতুন ফ্র্যাঞ্চাইজি যুক্ত করতে চলেছে। যার ফলশ্রুতিতে পুরনো ফ্র্যাঞ্চাইজিগুলো ভেঙে নবরূপে সজ্জিত করা হচ্ছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের নিয়ম অনুযায়ী পুরনো ফ্র্যাঞ্চাইজিগুলো চাই সর্বোচ্চ চার জন ক্রিকেটারকে রিটেনশন করতে পারবে। যার মেয়াদ ইতিমধ্যে উত্তীর্ণ হয়েছে। ৮টি ফ্র্যাঞ্চাইজি মোট ২৭ জন ক্রিকেটারকে রিটেন করেছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের নিয়ম অনুযায়ী, নতুন দুটি ফ্র্যাঞ্চাইজি চাইলে মেগা নিলামের আগে সর্বোচ্চ তিন জন ক্রিকেটারের সাথে চুক্তিবদ্ধ হতে পারে।

ভারতীয় ক্রিকেট বোর্ড আগামী ২৫শে ডিসেম্বর পর্যন্ত এই চুক্তির শেষ সময় নির্ধারণ করে দিয়েছে। দুটি ফ্র্যাঞ্চাইজি চাইলে সর্বোচ্চ দুজন দেশি ক্রিকেটার এবং একজন বিদেশি ক্রিকেটার নিয়ে দল গঠন করতে পারবে। ইতিপূর্বে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় জল্পনা উঠেছিল কে এল রাহুলকে নাকি আকাশচুম্বী দামে নিজেদের দলে নিতে চাইছে লখনউ। অবশেষে সত্যি হলো সেই জল্পনা। ২০২২ আইপিএলে লখনউ-এর নেতৃত্ব দেবেন ভারতীয় ওপেনিং ব্যাটসম্যান কে এল রাহুল। অন্যদিকে নতুন ফ্র্যাঞ্চাইজি আমেদাবাদকে নেতৃত্ব দিতে দেখা যাবে শ্রেয়াস আইয়ারকে। পাঞ্জাব কিংস কে এল রাহুলকে ধরে রাখতে চাইলেও তিনি দলের সাথে চুক্তিবদ্ধ হতে চাননি এমনটাই জানা গেছে।

ভারতীয় সংবাদ মাধ্যম এবিপি নিউজের খরব অনুযায়ী ইতোমধ্যেই সেই তিন ক্রিকেটারের তালিকা চূড়ান্ত করে ফেলেছে আইপিএলের নতুন দুটি দল। লখনউ ইতিমধ্যে চুক্তি সেরে ফেলেছে কে এল রাহুল, আফগান স্পিনার রশিদ খান এবং ভারতীয় তরুণ উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঈশান কিশানের সাথে। অন্যদিকে নতুন ফ্রাঞ্চাইজি আমেদাবাদ ইতিমধ্যে চুক্তি সেরে ফেলেছে শ্রেয়াস আইয়ার, হার্দিক পান্ডিয়া এবং কুইন্টন ডি কক অথবা ডেভিড ওয়ার্নারের সঙ্গে চুক্তিবদ্ধ হতে পারে। সূত্রের খবর অনুযায়ী, কে এল রাহুলকে দলে অন্তর্ভুক্ত করতে ২০ কোটি টাকা খরচ করেছে লখনউ এবং শ্রেয়াস আইয়ারকে দলে পেতে ১৬ কোটি টাকা খরচ করেছে আমেদাবাদ।

Advertisement

#Trending

More in Cricket News