
জমকালো আইপিএলের মেগা আসর এখন চলমান রত। গ্রুপ পর্যায়ে ইতিমধ্যে অর্ধেক খেলা সমাপ্ত করেছে প্রত্যেকটি ফ্র্যাঞ্চাইজি। এরইমধ্যে ক্রিকেটের ইতিহাসে যুক্ত হয়েছে আরো কয়েকটি নতুন রেকর্ড। যার মধ্যে চলতি আইপিএলের মেগা আসরে বিস্ময়কর রেকর্ড গড়েছে সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস। হ্যাঁ, সঞ্জুর রজস্থান রয়্যালস আইপিএলের ইতিহাসে অনন্য রেকর্ড নিজেদের নামে করে নিয়েছে। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে আইপিএলে এই ইতিহাস রচনা করেছেন রাজস্থান রয়্যালস। আর আইপিএলের ইতিহাসে এই রেকর্ডটি গড়েছেন যুজবেন্দ্র চাহাল এবং জস বাটলার।
কলকাতা নাইট রাইডার্সের শতরানের ইনিংস খেলেন জস বাটলার। সেই ম্যাচেই হ্যাটট্রিক করেন যুজবেন্দ্র চাহাল। আইপিএল এর শুরু থেকে এখনো পর্যন্ত এটাই প্রথম ম্যাচ যেখানে এক দলের দুজন ক্রিকেটার এমন কৃতিত্ব অর্জন করেছেন। ইনিংসের ১৭তম ওভার বোলিং করতে এসে চার উইকেট সহ হ্যাটট্রিক করেন ভারতীয় এই ক্রিকেটার। এই ছাড়া ঐ ওভারে দেন মাত্র দুই রান, যেখানে একটি রান এসেছিল ওয়াইড থেকে।
১৭তম ওভারের প্রথম বলে বেঙ্কটেশকে আউট করেন চাহাল। ক্রিজ থেকে বেরিয়ে এসে বড় শট মারতে যান বেঙ্কটেশ। কিন্তু ব্যাটে ঠেকেনি বল। সহজ স্টাম্পিং করেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন। তৃতীয় বলে এক রান নেন শেলডন জ্যাকসন। চতুর্থ বল ওয়াইড হয়। পরের বলেই শ্রেয়সকে নিজের জালে ফাঁসিয়ে নেন চাহাল। পরের বলেই আউট করেন মাভিকে। ওভারের শেষ বলে কামিন্সকে আউট করে হ্যাটট্রিক সম্পূর্ণ করেন চাহাল। অন্যদিকে, চলতি আইপিএলে নিজের দ্বিতীয় শতরানের ইনিংস খেলেন জস বাটলার। ৫৯ বলে নিজের ব্যক্তিগত শতরান পূর্ণ করেন তিনি।
