
এতদিন আইপিএলে মোট আটটি টিম খেলতো। পরের মরশুম থেকে আইপিএলে যুক্ত হতে চলেছে আরও দুটি নতুন দল। আহমেদাবাদ ও লখনৌ এই দুটি নতুন দল যুক্ত হতে চলেছে। পরের মরশুম থেকে মোট দশটি দলের মধ্যে লড়াই চলবে আইপিএলে। জানা গিয়েছে, নতুন দল আহমেদাবাদের দায়িত্ব নিতে পারেন বর্তমান ভারতীয় দলের হেড কোচ রবি শাস্ত্রী।
চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হলেই কোচ হিসেবে মেয়াদ শেষ হচ্ছে রবি শাস্ত্রীর। তবে সম্প্রতি জানা গেছে মেয়াদ শেষেই আহমেদাবাদের হেড কোচ হিসেবে দেখা যাবে রবি শাস্ত্রীকে। সেই দলের বোলিং কোচ হিসেবে নিয়োগ করা হতে পারে ভরত অরুণকে এবং পাশাপাশি ফিল্ডিং কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হতে পারে আর শ্রীধরকে। বর্তমানে এনারা ভারতীয় ক্রিকেট দলের বোলিং ও ফিল্ডিং কোচিং করানোর দায়িত্বে রয়েছেন। চলতি বিশ্বকাপের শেষেই এনাদের মেয়াদ শেষ হচ্ছে বলেই জানা গিয়েছে।
সম্প্রতি সদ্য শেষ হওয়া নিলামে নতুন ফ্রাঞ্চাইজি আহমেদাবাদের মালিকানা ৭০৯০ কোটি টাকার বিনিময়ে কিনেছে সিভিসি ক্যাপিটাল। আহমেদাবাদের গুরুত্বপূর্ণ কোচিংয়ের দায়িত্ব তুলে দেওয়ার জন্য রবি শাস্ত্রী, ভরত অরুণ ও আর শ্রীধরকেই পছন্দ সিভিসি ক্যাপিটালের। দলের জন্য একজন সিইও এবং অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজার নিয়োগ করার কথাও ভাবছে এই নতুন ফ্রাঞ্চাইজি। তাদের কাজ হবে গোটা দলকে এক সূত্রে বেঁধে রাখা।
তবে বর্তমানে টি-টোয়েন্টি বিশ্বকাপের ওপরই মনোনিবেশ করেছেন রবি শাস্ত্রী, এমনটাই জানিয়েছেন তিনি। এরপরে ধারাভাষ্যের কাজে নয় পরের মরশুমে আইপিএল ২০২২-এ আহমেদাবাদের ক্রিকেটারদের আইপিএলের জন্য প্রস্তুত করতেই মনোনিবেশ করবেন বর্তমান ভারতীয় দলের হেড কোচ রবি শাস্ত্রী।
