
এ যেন বিধ্বংসী ম্যাচ, আরসিবির অনুশীলন ম্যাচে দুই ইনিংস মিলিয়ে উঠল মোট ৪২৭ রান! যদিও এই খেলাটি ভারতীয় প্রিমিয়ার লিগের অংশ নয়, কিন্তু ৪০ ওভারে ৪২৭ রানের বিস্ফোরক ইনিংস জায়গা করে নিয়েছে সংবাদ শিরোনামে। শুক্রবার মুম্বইয়ের ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে অনুশীলন করছিল চেন্নাই ও ব্যাঙ্গালোর। সেখানেই প্রস্তুতি ম্যাচ খেলে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। ব্যাঙ্গালোর শিবিরকে দুটি ভাগে বিভক্ত করে খেলা পরিচালনা করে দলের প্রধান কোচ। যেখানে একটি দলের দায়িত্বে ছিলেন আরসিবির অধিনায়ক ডুপ্লেসিস এবং অন্য দলের দায়িত্বে ছিলেন গতবারের পার্পেল ক্যাপ হোল্ডার হার্সেল প্যাটেল।
টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ফাফ ডু প্লেসিস একাদশ। প্রথমে ব্যাট করে তারা ২১৪ রানের বড় ইনিংস গড়ে। আরসিবির অধিনায়ক ডু’প্লেসিস ৪০ বলে ৭৬ রানের দুরন্ত একটি ইনিংস খেলেন। রাদারফোর্ড করেন ৩১ বলে ৫৯। উইকেট-রক্ষক ব্যাটসম্যান অনুজ রাওয়াত ২৫ বলে ৪৬ রানের ঝলমলে একটি ইনিংস খেলেন। বল হাতে হার্ষালও দুরন্ত ছন্দে ৩ উইকেট তুলে নেন।
২১৫ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে প্রায় নিশ্চিত জয়ের মুখ থেকে ফিরে আসতে হয় হার্সেল প্যাটেলদের। নির্ধারিত ২০ ওভার ব্যাটিং করে হার্সেল একাদশ ২১৩ রান সংগ্রহ করে। শুরুতে কয়েকটি উইকেট হারানোর পর সুয়াশ প্রভুদেশাই দায়িত্ব নিয়ে ম্যাচের শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যান। যদিও শেষ রক্ষা করতে পারেননি তিনি। মাত্র ১ রানে হেরে যায় হার্ষালের দল। সুয়াশ ৪৬ বলে ৮৭ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন। দুই দলের হয়ে সর্বোচ্চ স্কোর করেন সুয়াশই। দীনেশ কার্তিক আবার ২১ বলে ৪৯ রান করে সুয়াশকে যোগ্য সঙ্গত করেছিলেন।
এদিকে অনুশীলন ম্যাচে দীনেশ কার্তিকের ব্যাট থেকে দুর্দান্ত ইনিংস দেখে কিছুটা নিশ্চিন্ত হয়েছে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর শিবির। বিগত কয়েক বছর ধরে ধারাবাহিক ব্যর্থতার পরিচয় দিয়ে আসছেন দীনেশ কার্তিক। তাই রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল তাকে ফর্মে ফিরিয়ে নিয়ে আসা। আজ আইপিএলের মেগা আসরে প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স।
