
এবারের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সঙ্গে প্রথম সাক্ষাৎকারে একটু লড়াই করলেও আজ আরসিবির বোলিং আক্রমণের সামনে দাঁড়াতেই পারল না কলকাতা নাইট রাইডার্সের ব্যাটসম্যানরা। একপেশে ম্যাচে ৮ উইকেটে হেরে একরাশ লজ্জা নিয়ে মাঠ ছাড়তে হল নাইটদের।
এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় কেকেআর। শুরু থেকেই পরপর উইকেট হারাতে থালে তারা। ১২.৩ ওভারে মাত্র ৪০ রানে ৬ উইকেট হারায় তারা। সেখান থেকে তারা ৮৪ রানে পৌঁছায় অধিনায়ক ইয়ন মর্গ্যান, কুলদীপ যাদব ও লকি ফার্গুসনের ব্যাটে ভর করে। মর্গ্যান লড়াই করে ৩৪ বলে ৩০ রান করেন। কুলদীপ যাদব ১২ এবং লকি ফার্গুসন ১৯ রান করেন। আরসিবির হয়ে সবথেকে ভাল বল করেন মহম্মদ সিরাজ। ৪ ওভারে মাত্র ৮ রান দিয়ে ৩ উইকেট সংগ্রহ করেন তিনি। ৪ ওভারে ১৫ রান দিয়ে ২ উইকেট নেন যুজবেন্দ্র চাহাল।
জবাবে রান তারা করতে নেমে মাত্র ২ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। গত ম্যাচের মোট এদিনও অসাধারণ বোলিং করেন লাকি ফার্গুসন। ৪ ওভারে ১৭ রান দিয়ে ১ উইকেট সংগ্রহ করেন তিনি। ম্যাচ হারলেও ১০ ম্যাচে ১০ পয়েন্ট সংগ্রহ করে চতুর্থ স্থানে রয়েছে কেকেআর। তবে এত বাজেভাবে হারায় তাদের রানরেট অনেকটাই কমে গেল। আর আরসিবি এই ম্যাচ জিতে ১০ ম্যাচে ১৪ পয়েন্ট সংগ্রহ করে দ্বিতীয় স্থানে উঠে গেল। এত ভাল বল করায় স্বাভাবিকভাবেই ম্যাচের সেরা নির্বাচিত হলেন মহম্মদ সিরাজ।
